Home First Lead রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের পথে নৌবাহিনীর জাহাজ

রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের পথে নৌবাহিনীর জাহাজ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: রোহিঙ্গাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে ন্যেবাহিনীর পাঁচটি জাহাজ  রওনা হয়েছে। দ্বিতীয় ধাপে রোহিঙ্গাদের দলে ৪২৭টি পরিবারের ১ হাজার ৭৭২ জন নারী, পুরুষ ও শিশু রয়েছে। সোমবার রাতে উখিয়া ট্রানজিট ক্যাম্প থেকে ২৯টি বাসে তাদের চট্টগ্রামে নিয়ে আসা হয়।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে রোহিঙ্গা দলটি ভাসানচরের উদ্দেশে রওনা দেয়।

এর আগে ৪ ডিসেম্বর প্রথম দফায় কক্সবাজারের উখিয়া কলেজের মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ৩৬টি বাস চট্টগ্রামে যায়। পরে সেখান থেকে নৌবাহিনীর জাহাজে করে ১ হাজার ৬৪২ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যাওয়া হয়।

সোমবার উখিয়া ট্রানজিট ক্যাম্প থেকে রোহিঙ্গাদের নিয়ে ছেড়ে আসা বাসের প্রথম বহরটি গতকাল রাত পৌনে ৮টায় চট্টগ্রামে পৌঁছায়।

কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাসগুলো সরাসরি নিয়ে যাওয়া হয় পতেঙ্গা বিএএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজে। সেখানে তাদের জন্য তৈরি করা হয়েছে অস্থায়ী ট্রানজিট ক্যাম্প।

এ বহরে থাকা গাড়ির সংখ্যা ছিল ১২টি। নৌবাহিনী, বিমানবাহিনী ও পুলিশের কড়া প্রহরায় একটির পর একটি গাড়ি নেওয়া হয় ক্যাম্পের ভেতরে। এরপর রোহিঙ্গাদের নামিয়ে গাড়িগুলো বের করা হয়।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ঘিঞ্জি ক্যাম্পে লাখ লাখ রোহিঙ্গার বাস। চাপ কমাতে সরকার এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের উদ্যোগ নেয়। সেখানে নির্মাণ করা হয় আধুনিক স্থাপনা। রয়েছে খাদ্যগুদাম, সাইক্লোন শেল্টার, মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, স্কুল, খেলার মাঠ, বাজার, কবরস্থানসহ নানা সুযোগ-সুবিধা।