বিজনেসটুডে২৪ ডেস্ক
বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে ব্যবস্থা নিতে মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। সেই সঙ্গে দেশটিতে আন্দোলন দমনে সেনাবাহিনীর সহিংসতার তীব্র নিন্দা জানিয়ে তা বন্ধের আহ্বান জানানো হয়েছে।
বহু বাধা বিপত্তির পর অবশেষে মিয়ানমারের সেনাবাহিনীর বিপক্ষে একটি সমন্বিত নিন্দা প্রস্তাবে সম্মত হলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
তবে, বুধবার অনুমোদিত নিন্দা প্রস্তাবের কোথাও ‘সেনা অভ্যুত্থান’ শব্দটি ব্যবহার করা হয়নি। এর আগে, চীন, ভারত ও ভিয়েতনামের মতো সদস্য রাষ্ট্রগুলো সংশোধন চাইলেও বড় কোন পরিবর্তন ছাড়াই পাশ হয়েছে প্রস্তাবটি। সহিংসতা বন্ধে এতে প্রথমবারের মতো মুখ খুলেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। বিক্ষোভকারীদের প্রতি নৃশংসতা বন্ধের আহ্বান ছাড়াও যৌথ বিবৃতিতে বাংলাদেশ থেকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফেরতের উদ্যোগ নিতে বলা হয় সামরিক সরকারকে।