Home জাতীয় রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাতে চায় সৌদি আরব

রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাতে চায় সৌদি আরব

ড. এ কে আবদুল মোমেন

বিজনেসটুডে২৪ ডেস্ক

সৌদি আরব  রোহিঙ্গাদের বাংলাদেশে ফেরত পাঠাতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে বলেন,  ১৯৮০ সালে সৌদি আরব ৫৪ হাজার রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছিল। এখন তাদের পরিবারের সদস্য সংখ্যা অনেক । অনেকের সেখানেই জন্ম এবং তারা আরবিতে কথা বলে। সৌদি সরকার এই রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চায়। রোহিঙ্গাদের জন্য পাসপোর্ট ইস্যু করতে বলেছে তারা।

‘আমরা বলেছি, তাদের কাছে যদি বাংলাদেশের পাসপোর্ট বা কোনো কিছু থাকে, তাহলে আমরা ট্রাভেল ডকুমেন্ট দেবো। কিন্তু অন্য জায়গা থেকে গেলে আমরা দায়িত্ব নেব না। সেটা তাদের জানিয়েছি’।  আরও জানান, রোহিঙ্গাদের নিয়ে এ বিষয়ে সমাধানের জন্য পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে।

সৌদিতে পাঠানোর ব্যবস্থা নেওয়া এবং ভিসার মেয়াদ বাড়ানো নিয়ে প্রবাসীদের বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের বিক্ষোভ বা আন্দোলন করলে সৌদি আরবের কাছে ভুল বার্তা যাবে।