বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: রোহিঙ্গা শরণার্থীদের প্রথম দলটি নিয়ে শুক্রবার (৪ ডিসেম্বর )৮টি জাহাজ ভাসানচরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।
সকাল সাড়ে ১০ টায় জাহাজ চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছে।
প্রথম দলে রয়েছে ১০০ রোহিঙ্গা পরিবার। উখিয়া ক্যাম্প থেকে পুলিশ প্রহরায় বৃহস্পতিবার ১০ টি বাসে তারা চট্টগ্রামে পৌঁছে। পতেঙ্গায় । রাতে বাংলাদেশ নৌবাহিনী রেডি রেসপন্স বাথ ও বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ট্রান্সজিট ক্যাম্পে তাদের রাখা হয়।
ভাসানচর আশ্রয়ন প্রকল্পে ১৪৪০টি ঘর এবং ১২০টি সাইক্লোন সেন্টারে থাকতে পারবেন ১ লাখ ১ হজার ৩৬০ জন রোহিঙ্গা। পাচ্ছেন খাদ্য, চিকিৎসা। এমনকি শিশুদের শিক্ষার ব্যবস্থা আছে। ভাসানচরে যেতে আগ্রহীদের কক্সবাজার থেকে করোনা পরীক্ষা করিয়ে বাসে করে চট্টগ্রাম আনা হবে। সেখান থেকে নৌ বাহিনীর জাহাজে ভাসানচর যাবেন মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গারা। এরইমধ্যে ভাসানচরে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী মজুত রাখা হয়েছে।
এ ব্যাপারে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ্দোজা গণমাধ্যমকে বলেছেন, ‘রোহিঙ্গাদের ভাসানচরে যাওয়ার এবং সেখানে থাকার সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে।