Home আইন-আদালত অপহৃত স্বেচ্ছাসেবককে শরণার্থী শিবির থেকে উদ্ধার

অপহৃত স্বেচ্ছাসেবককে শরণার্থী শিবির থেকে উদ্ধার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কক্সবাজার: অপহৃত ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের স্বেচ্ছাসেবককে রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লক থেকে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে ক্যাম্পটির হেড মাঝি মোহাম্মদ তাহের (৩২) কে। সে উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/১-এর বাসিন্দা আবুল বাশারের ছেলে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) কক্সবাজারের ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি হেমায়েতুর রহমান বিষয়টি গণমাধ্যেমকে নিশ্চিত করেন।

এপিবিএন জানায়, উদ্ধার হওয়া মোহাম্মদ হোসেন (৩৬) কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে সিপিপি কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত। বুধবার বিকেলে উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে সিপিপি কর্মী মোহাম্মদ হোসেনের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসিরা অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারীরা মোবাইল ফোনে তার স্বজনদের কাছে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। খবরটি অবহিত হওয়ার পর এপিবিএনের সদস্যরা তাকে উদ্ধারে অভিযানে নামে।

এসপি হেমায়েতুর রহমান জানান, বুধবার মধ্যরাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে অভিযান চালিয়ে সিপিপি কর্মী মোহাম্মদ হোসেনকে এপিবিএনের সদস্যরা উদ্ধার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান এপিবিএন অধিনায়ক এসপি হেমায়েতুর।