বিজনেসটুডে২৪ প্রতিনিধি
কক্সবাজার: সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ৫৭ জন রোহিঙ্গা নারী-পুরুষসহ এক দালালকে আটক করেছে পুলিশ।শুক্রবার রাত ৮টায় উপজেলার টেকনাফ সদর ইউনিয়নের দরগার ছড়ার টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন সমুদ্র সৈকত থেকে আটক করা হয়েছে তাদেরকে। উদ্ধারকৃত রোহিঙ্গাদের সবাই উখিয়া-টেকনাফের ক্যাম্পে থাকেন। গ্রেপ্তারকৃত দালালের নাম মোহাম্মদ ইয়াছিন। তিনি টেকনাফ সদর ইউনিয়নের মহেষখালী পাড়ার বাসিন্দা।
আটক রোহিঙ্গারা জানান, মালয়েশিয়া যাওয়ার জন্য তারা দালালকে টাকা দিয়েছেন। দালালের কথামত তারা ক্যাম্প থেকে বের হয়ে যান এবং টেকনাফের একটি পাহাড়ে তাদেরকে ৫ দিন রাখা হয়। সেখান থেকে যাত্রার প্রস্তুতিকালে পুলিশ তাদেরকে আটক করেছে। তাদের মত দালালকে টাকা দিয়ে আরও অনেক রোহিঙ্গা পাহাড়ে অপেক্ষা করছেন সাগরপথে মালয়েশিয়া পাড়ি দেয়ার আশায়।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি জানান, সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে এক দলালসহ ৫৭ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে। আটক দালালের বিরুদ্ধে মানব পাচারসহ থানায় একাধিক মামলা রয়েছে। আরও অভিযান চলছে।
বাংলাদেশ থেকে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ২০১৫ সালে শত শত বাংলাদেশি গ্রেপ্তার হন। আবার মানব পাচারকারী চক্রের খপ্পড়ে পড়ে মালয়েশিয়াগামী অনেকেই ক্ষুধা আর তৃষ্ণার জ্বালায় সাগরপথেই মারা যান। সেই সময় মিয়ানমার, বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে সাগরপথে পাচারের শিকার হয়ে বন্দিদশা এবং যাত্রাপথে প্রাণ হারানো শত শত মানুষের থাইল্যান্ড ও মালয়েশিয়ার উপকূলে অসংখ্য গণকবরের সন্ধান পাওয়ায় বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। এমতাবস্থায় অবৈধভাবে মানব পাচার রোধে পাচারের অন্যতম রুট বাংলাদেশের কক্সবাজার সীমান্তে প্রশাসনের কঠোর নজরদারি বাড়ানো হয়। ফরে, কয়েক বছর