বিজনেসটুডে২৪ প্রতিনিধি
উখিয়া (কক্সবাজার): উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ৩ দফা সন্ত্রাসী হামলায় ৪ জন নিহত এবং আরও দুজন আহত হয়েছে। মিয়ানমারের রাখাইন স্টেটের সন্ত্রাসী গ্রুপ আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসা সমর্থিতরা এসব হামলা চালিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টার দিকে হামলা হয়েছে ১৫ নম্বর ক্যাম্পে। ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত সেখানে রোহিঙ্গা গ্রুপ আরএসওর সদস্যদের এলোপাতাড়ি গুলি করে এবং দা-ছুরি দিয়ে হামলা চালায়। এতে আহত হয় ৪ জন। তাদেরকে ক্যাম্পের হাসপাতালে নেয়ার পথে একজ মারা যায়। তার নাম মোঃ জোবায়ের (১৬)।আর একজন মারা গেছে হাসপাতালে। তার নাম আনোয়ার সাদেক (১৭)। আহত অপর দুজন সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এর আগে, রাত ৯ টার দিকে হামলা হয়েছে ১৭ নম্বর ক্যাম্পে। আরসার একদল সন্ত্রাসী সি ব্লকে গিয়ে আবুল কাশেম নামে একজনের ওপর চড়াও হয়। তাকে বাড়ি থেকে বের করে গুলি করে। তিনি সেখানেই মারা গেছেন। তিনি এই ক্যাম্পের আবুল বশরের পুত্র। আরসার বিরুদ্ধে শান্তি শৃংখলা রক্ষায় তিনি দীর্ঘদিন ধরে নিয়োজিত বলে জানিয়েছে পুলিশ।
৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ/১৬ ব্লকে ইমাম হোসেন নামে এক রোহিঙ্গা যুবক খুন হয়েছেন মঙ্গলবার বিকেলে। একদল দুস্কৃতকারি ইমাম হোসেনকে গুলি করে সেখানে।
রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার ও সাধারণ রোহিঙ্গাদের ভয়ভীতি দেখাতে আরসা সন্ত্রাসীরা এসব হত্যাকাণ্ড চালিয়েছে বলে সাধারণ রোহিঙ্গারা জানিয়েছেন। এসব ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পের লোকজন প্রচণ্ড আতঙ্কিত।
এপিবিএন ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুস্কৃতকারিদের ধরতে অভিযান চালাচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।