যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হানায় প্রাণ খোয়ালেন রয়টার্সের সাংবাদিক। শুক্রবার ইসরায়েল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের আঘাত করলে দক্ষিণ লেবাননে ওই ভিডিও সাংবাদিক নিহত হন। এই ঘটনায় আরো ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। ঘটনাস্থলে রয়টার্সের অন্য একজন চিত্র সাংবাদিক ছিলেন।
আলজাজিরা এবং এজেন্স ফ্রান্স-প্রেসসহ সাংবাদিকদের দলটি ইসরায়েল সীমান্তের কাছাকাছি আলমা আল-শাবের কাছে কাজ করছিলেন। যেখানে ইসরায়েলি সামরিক বাহিনী এবং লেবানিজ মিলিশিয়া হিজবুল্লাহ সংঘর্ষে লিপ্ত রয়েছে
বিজনেসটুডে২৪ ডেস্ক
যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হানায় প্রাণ খোয়ালেন রয়টার্সের সাংবাদিক। শুক্রবার ইসরায়েল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের আঘাত করলে দক্ষিণ লেবাননে ওই ভিডিও সাংবাদিক নিহত হন। এই ঘটনায় আরো ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। ঘটনাস্থলে রয়টার্সের অন্য একজন চিত্র সাংবাদিক ছিলেন।
আলজাজিরা এবং এজেন্স ফ্রান্স-প্রেসসহ সাংবাদিকদের দলটি ইসরায়েল সীমান্তের কাছাকাছি আলমা আল-শাবের কাছে কাজ করছিলেন। যেখানে ইসরায়েলি সামরিক বাহিনী এবং লেবানিজ মিলিশিয়া হিজবুল্লাহ সংঘর্ষে লিপ্ত রয়েছে
রয়টার্স জানিয়েছে,, ‘আমাদের চিত্রগ্রাহক ইসাম আবদুল্লাহকে হত্যা করা হয়েছে জেনে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবারের পাশে আছি’।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, তাদের দুই সাংবাদিক এই ঘটনায় আহত হয়েছেন।
আবদুল্লাহ নিহত হওয়ার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি হেলমেট এবং ফ্ল্যাক জ্যাকেট পরা ছবি পোস্ট করেছিলেন। যাতে ‘প্রেস’ শব্দটি লেখা ছিল।