Home First Lead ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হানায় রয়টার্সের সাংবাদিক নিহত

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হানায় রয়টার্সের সাংবাদিক নিহত

যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হানায় প্রাণ খোয়ালেন রয়টার্সের সাংবাদিক।  শুক্রবার ইসরায়েল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের আঘাত করলে দক্ষিণ লেবাননে ওই ভিডিও সাংবাদিক নিহত হন। এই ঘটনায় আরো ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। ঘটনাস্থলে রয়টার্সের অন্য একজন চিত্র সাংবাদিক ছিলেন।

আলজাজিরা এবং এজেন্স ফ্রান্স-প্রেসসহ সাংবাদিকদের দলটি ইসরায়েল সীমান্তের কাছাকাছি আলমা আল-শাবের কাছে কাজ করছিলেন। যেখানে ইসরায়েলি সামরিক বাহিনী এবং লেবানিজ মিলিশিয়া হিজবুল্লাহ সংঘর্ষে লিপ্ত রয়েছে

বিজনেসটুডে২৪ ডেস্ক

যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হানায় প্রাণ খোয়ালেন রয়টার্সের সাংবাদিক।  শুক্রবার ইসরায়েল থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র তাদের আঘাত করলে দক্ষিণ লেবাননে ওই ভিডিও সাংবাদিক নিহত হন। এই ঘটনায় আরো ছয়জন সাংবাদিক আহত হয়েছেন। ঘটনাস্থলে রয়টার্সের অন্য একজন চিত্র সাংবাদিক ছিলেন।

আলজাজিরা এবং এজেন্স ফ্রান্স-প্রেসসহ সাংবাদিকদের দলটি ইসরায়েল সীমান্তের কাছাকাছি আলমা আল-শাবের কাছে কাজ করছিলেন। যেখানে ইসরায়েলি সামরিক বাহিনী এবং লেবানিজ মিলিশিয়া হিজবুল্লাহ সংঘর্ষে লিপ্ত রয়েছে

লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং হিজবুল্লাহর একজন আইনপ্রণেতা এই ঘটনার জন্য ইসরায়েলকে দায়ী করেছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।  ইসরায়েলের জাতিসংঘের দূত গিলাদ এরদান শুক্রবার বলেন, অবশ্যই আমরা কখনই এমন কোনো সাংবাদিককে আঘাত বা হত্যা করতে চাই না, যারা কাজ করছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষ্য।

রয়টার্স জানিয়েছে,, ‘আমাদের চিত্রগ্রাহক ইসাম আবদুল্লাহকে হত্যা করা হয়েছে জেনে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার পরিবারের পাশে আছি’।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলেছে, তাদের দুই সাংবাদিক এই ঘটনায় আহত হয়েছেন।

আলজাজিরা এক বিবৃতিতে আরো বলেছে, ‘সাংবাদিকদের গাড়িটি বোমা বিস্ফোরণে সম্পূর্ণরূপে পুড়ে গেছে। একটি সুরক্ষিত স্থানে আন্তর্জাতিক মিডিয়া থাকার পরেও এমন ঘটনা ঘটল।’

আবদুল্লাহ নিহত হওয়ার কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একটি হেলমেট এবং ফ্ল্যাক জ্যাকেট পরা ছবি পোস্ট করেছিলেন। যাতে ‘প্রেস’ শব্দটি লেখা ছিল।