৪৭ দিন পর দিল্লির কোভিড সংক্রমণের হার নামল পাঁচ শতাংশের নীচে।
গত সোমবার দিল্লির লকডাউনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণের রেখচিত্র আরও নামাতে ফের এক সপ্তাহ লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেয় কেজরিওয়াল সরকার। রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, আগামী ২৪ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হল।
তিনি বলেছিলেন, “লকডাউনের যে সুফল পাওয়া গিয়েছে সংক্রমণের শৃঙ্খল ভাঙতে তা আমরা হারাতে চাই না। তাই আরও এক সপ্তাহ লকডাউন জারি থাকবে। গত শুক্রবার দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৮ হাজার ৫০৬ জন। এক মাস পর আক্রান্তের সংখ্যা ১০ হাজারের নীচে নামে ওই দিন। শনিবার তা আরও কমে ছ’হাজারের সামান্য বেশি। দিল্লি সরকার মনে করছে, সঠিক সময়ে লকডাউন করার ফলেই এই সাফল্য এসেছে।
এপ্রিলের মধ্যভাগে দিল্লির সংক্রমণের হার পৌঁছে গিয়েছিল ৩২ শতাংশে। গত সপ্তাহে তা নেমে হয় ১১.৩২ শতাংশ। দিল্লি সরকার চেয়েছিল এই হারকে পাঁচ শতাংশের নীচে নামাতে। বিষেশজ্ঞরা বলছেন, দিল্লির মতো ঘন জনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণের হার পাঁচের নীচে না নামলে তা ঝুঁকিপূর্ণ। লকডাউনের মেয়াদ বাড়িয়ে সংক্রমণের হার কমিয়ে আনাই লক্ষ্য ছিল কেজরিওয়াল সরকারের। শুক্রবার দেখা গেল সংক্রমণ নেমেছে পাঁচ শতাংশের নীচে। যদিও সোমবার সকাল পর্যন্ত লকডাউন ঘোষণা করাই রয়েছে। পরবর্তী কী পদক্ষেপ নেয় দিল্লির সরকার এখন সেটাই দেখার।
-বিজনেসটুডে২৪ ডেস্ক