Home সারাদেশ লকডাউন: খুলনায় কঠোর অবস্থানে প্রশাসন

লকডাউন: খুলনায় কঠোর অবস্থানে প্রশাসন

দেশব্যাপী করোনা সংক্রমণের হার দ্রুত বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ১ জুলাই, ২০২১ খ্রি. থেকে সারাদেশে কঠোর বিধি-নিষেধ আরোপিত হয়েছে।
সরকার ঘোষিত কঠোর লকডাউনের ২য়  দিনে শুক্রবার কঠোর অবস্থানে খুলনা জেলা প্রশাসন। 
শুক্রবার  সকালে শহর ঘুরে দেখা গেছে, পুলিশ শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে। পণ্য বাহী ট্রাক ছাড়া তারা কোন যানবাহন চলাচল করতে দিচ্ছে না। প্রতিটি ভ্যান, রিকশা, প্রাইভেট কার  এবং পথচারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকল্পে  ২ জুলাই শুক্রবার  সকাল থেকেই মহানগরে ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং উপজেলায় স্ব-স্ব উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)দের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।

খুলনা মহানগরী ও উপজেলায় স্বাস্থ্যবিধি প্রতিপালন ও কঠোর বিধি নিষেধ নিশ্চিতকরণে এখন পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনাকালে মোট ৩৮টি মামলায় ৩৮ জনকে ১৮,৬৫০/- টাকা জরিমানা করা হয়েছে।