বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নতুন বিধিনিষেধের আওতায় আজ সোমবার থেকে সারা দেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ছাড়া সব ধরনের গণপরিবহন বন্ধ রয়েছে।
করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণ হার উদ্বেগজনকভাবে বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার সারা দেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউন দেওয়ার সুপারিশ করে কভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এর প্রেক্ষিতে নতুন করে বিধিনিষেধ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।
রাজধানীর সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ির পাশাপাশি চলছে রিকশা। সুযোগ পেয়ে রিকশাচালকরা ভাড়া হাঁকছেন অস্বাভাবিক হারে। বাড়তি ভাড়া গুনে রিকশায় চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।
লকডাউনে সকাল থেকে রাজধানীর শপিংমল ও মার্কেটগুলো বন্ধ । অন্য দিনের তুলনায় মানুষের চলাচলও কম।
বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ দিয়ে রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন আদেশ জারি করা হয়েছে।
পহেলা জুলাই থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। সেই কঠোর লকডাউনের
সঙ্গে জনসাধারণকে খাপ খাইয়ে নিতে আজ সোমবার থেকে বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। এই বিধিনিষেধের আওতায় কী কী খোলা থাকবে, আর কী কী বন্ধ থাকবে, তা জানিয়েছে সরকার। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই বিধি-নিষেধের মেয়াদ শেষে পহেলা জুলাই থেকে কঠোর লকডাউনেরআওতায় আসবে সারাদেশ।