বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: দেশে চলমান এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ তথা লকডাউন আজ রোববার রাত ১১টায় শেষ হচ্ছে না। এর ধারাবাহিকতায় আগামীকাল সোমবার ও পরদিন মঙ্গলবারও ‘লকডাউন’ চলবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রবিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর সংসদ ভবনের বাসভবনে সংবাদ সংম্মেলনে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আজ শেষ হচ্ছে প্রথম দফার লকডাউন। আগামী ১৪ এপ্রিল থেকে শুরু হবে অপেক্ষাকৃত কঠোর ও সর্বাত্মক লকডাউন।’
১২ ও ১৩ এপ্রিল তাহলে কি হবে— জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘প্রথম ধাপের চলমান লকডাউনের ধারাবাহিকতা চলবে এ দুদিন।’
তিনি আরো বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে।’
করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দ্রুতই বেড়ে যাওয়ায় এক সপ্তাহের ‘লকডাউন’ দেয় সরকার। কিন্তু কঠোর বিধিনিষেধ বলা হলেও, সবকিছুতেই দেখা যায় শিথিলতা। ফলে এর কার্যকারিতা নিয়েই প্রশ্ন উঠেছে। তেমনি যার জন্য এই বিধিনিষেধ, সেই সংক্রমণও কমছে না।
এ প্রেক্ষাপটে আগামী ১৪ এপ্রিল থেকে ‘কঠোর লকডাউনের’ ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। তবে প্রথম ও দ্বিতীয় দফা লকডাউনের মাঝের দুদিন কি হবে— এ নিয়েই প্রশ্ন ছিল নানা মহলে, যা আজ পরিষ্কার করলেন মন্ত্রী ওবায়দুল কাদের।