Home Third Lead লকডাউন ১৬ মে পর্যন্ত, প্রজ্ঞাপন জারি

লকডাউন ১৬ মে পর্যন্ত, প্রজ্ঞাপন জারি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: চলমান বিধিনিষেধের সময়সীমা আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করে প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ। আজ বুধবার (৫ মে) বিধিনিষেধের সময়সীমা বাড়িয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,

  • চলমান বিধিনিষেধের সময়সীমা আগামী ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হলো।
  • এ সময় স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের দোকানপাট ও শপিং-মল খোলা থাকবে।
  • আসন্ন ঈদে সবাইকে স্ব স্ব কর্মস্থলে থাকতে হবে।
  • আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধিনিষেধ দেওয়া হলেও তা খুব একটা কার্যকর হয়নি। পরে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। এরইমধ্যে ১৮ এপ্রিল রাতে এক বৈঠকে চলমান বিধিনিষেধ ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়। সেই বিধি নিষেধ প্রথমে ৫ মে ও পরে ১৬ মে পর্যন্ত করা হলো।