Home Third Lead শর্টসার্কিটে হাতপোড়া লজ্জাবতী বানর উদ্ধার

শর্টসার্কিটে হাতপোড়া লজ্জাবতী বানর উদ্ধার

বিজনেসটুডে২৪ প্রতিনিধিশ্রীমঙ্গল (মৌলভীবাজার): কালীঘাট চা-বাগান থেকে শিকল বাঁধা  একটি লজ্জাবতী বানরকে উদ্ধার করে করেছে বন বিভাগ।শনিবার  বানরটি উদ্ধার করে লাউয়াছড়ার জানকীছড়া বন্যপ্রাণী রেসকিউ সেন্টারে রাখা হয়েছে।বনবিভাগ সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটে বানরটির হাত পুড়ে গেছে ও পা’ও আক্রান্ত রয়েছে। শনিবার সকালে শ্রীমঙ্গলের কালীঘাট চা-বাগানে একটি লজ্জাবতী বানরকে শিকলে বেঁধে রাখা হয়েছে এমন সংবাদ আসে স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (সিউ) সদস্যদের কাছে। পরে বিষয়টি সিউ সদস্যরা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগকে জানালে বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারের স্বেচ্ছাসেবী সংগঠন স্ট্যান্ড ফর আওয়ার এনডেঞ্জার্ড ওয়াইল্ডলাইফ (সিউ) সদস্যরা গিয়ে সেটি উদ্ধার করে আনেন।

বানরটি উদ্ধারে অংশ নেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র, বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন সিউ’র সমন্বয়ক সোহেল শ্যাম, আলোকচিত্রী খোকন থৌনাউজম, ওয়াইল্ডলাইফ স্কাউট তাজুল ইসলাম প্রমুখ।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ মৌলভীবাজারের সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্র জানিয়েছেন, ‘বানরটির অবস্থা বেশ ভালো না। বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। একটি কুকুর বানরটিকে আক্রমণ করে। বিদ্যুতে বানরটির বাম হাতের মাংস ঝলসে গেছে। চিকিৎসার জন্য প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সুস্থ না হওয়া পর্যন্ত জানকীছড়া রেসকিউ সেন্টারে থাকবে। ভালো হলে অবমুক্ত করা হবে।’