বিজনেসটুডে২৪ ডেস্ক
সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্যে যোগ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার স্থানীয় সময় সোয়া ৬ টায় মুম্বইয়ের শিবাজি পার্কে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হবে।
তাঁর সম্মানে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। আগামী সোমবার অবধি ভারতের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর পাওয়ার অল্পক্ষণের মধ্যে মোদী টুইট করেন, এই শোক ভাষায় প্রকাশ করা যায় না।লতা দিদি আমাদের ছেড়ে গিয়েছেন। তাঁর মৃত্যুতে এমন এক শূন্যস্থান সৃষ্টি হল যা পূরণ হওয়ার নয়। আগামী প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির স্তম্ভ হিসাবে মনে রাখবে। মানুষকে তিনি সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ করে রাখতেন। এক্ষেত্রে তিনি ছিলেন অপ্রতিদ্বন্দ্বী।” রবিবার সকালে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ‘ভারতের নাইটিঙ্গেল’।