বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারত ছেড়ে এবার লন্ডনেই থাকতে শুরু করবে রিলায়েন্স পরিবার, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল এই খবর। তারপর থেকেই নানা কথা রটতে থাকে। বলা হচ্ছিল লন্ডনের স্টোক পার্কের আবাসনে আম্বানি পরিবারের একাংশ বসবাস করবেন। এবার এনিয়েই ব্যাখ্যা দিয়েছে রিলায়েন্স কর্তৃপক্ষ।
রিলায়েন্সের তরফে জানানো হয়েছে, চেয়ারম্যান বা তার পরিবারের লন্ডনে বা পৃথিবীর অন্য় কোথাও থাকার কোনও পরিকল্পনা নেই। আসলে লন্ডনে ৫৯২ কোটি টাকায় সম্পত্তি অধিগ্রহণ করেছিল আম্বানি পরিবার।
এদিকে আম্বানি ও তার পরিবারের লন্ডনে যাওয়াকে কেন্দ্র করেও নানা জল্পনা ছড়িয়েছিল। এটা তাদের দ্বিতীয় বাড়ি বলেও বলা হচ্ছিল। তবে মুম্বইয়ে অ্যান্টিলিয়াতে ৪০০,০০০ স্কোয়ার ফুটের বাড়িতেই বর্তমানে থাকে আম্বানি পরিবার।
এদিকে রিলায়েন্স আগেই জানিয়েছিল স্টোক পার্ক এস্টেটটা তারা কিনেছে। এখানে স্থানীয় নিয়ম মেনেই গল্ফ ও স্পোর্টিং রিসর্ট করার ভাবনা রয়েছে। রিলায়েন্সর দাবি কনজিউমার ব্যবসা করার জন্য এটা অধিগ্রহণ করা হয়েছে। পাশাপাশি ভারতের হসপিটালিটি ইন্ডাস্ট্রিকে আন্তর্জাতিকস্তরে পৌঁছে দেওয়ার জন্যই পা ফেলা হয়েছে। তবে মোটের উপর লন্ডনের সম্পত্তি যে শুধুমাত্র ব্যবসা করার জন্য সেটাই খোলাখুলি জানিয়ে দিয়েছে রিলায়েন্স। এর সঙ্গেই শুধু লন্ডনে নয়, বিশ্বের অন্য কোথাও যে রিলায়েন্স পরিবারের বসবাস করার পরিকল্পনা নেই, সেকথাও জানিয়ে দিয়েছে রিলায়েন্স পরিবার।