Home Second Lead লস্করপুর ভ্যালির ২৩ চা বাগানে এখনও অচলাবস্থা

লস্করপুর ভ্যালির ২৩ চা বাগানে এখনও অচলাবস্থা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

হবিগঞ্জ: লস্করপুর ভ্যালির ২৩টি চা বাগানের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবি আদায়ে অনড়। তারা ৩০০ টাকা দৈনিক মজুরি ছাড়া কাজে ফিরবেন না বলে জানান।

একই সঙ্গে ১২০ টাকা মজুরিতে কাজে যোগ দেয়ার চুক্তিতে স্বাক্ষর করায় চা শ্রমিক ইউনিয়নের নেতাদের বিরুদ্ধেও বিক্ষোভ করেন। তাদের বিরুদ্ধে শ্লোগান দেন।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে উপস্থিত হন জেলা প্রশাসক ইশরাত জাহান। তার আগে বেলা ১১টার দিকে সেখানে যান চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক, ওসি আলী আশরাফ। এ সময় তারা শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানালে শ্রমিকরা তা প্রত্যাখ্যান করেন।

সকাল ১০টা থেকে চান্দপুর চা কারখানার সামনে লস্করপুর ভ্যালির বিভিন্ন বাগানের শ্রমিকরা বিক্ষোভ ও মানববন্ধন করেন। জেলা প্রশাসক  শ্রমিকদের জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তার সঙ্গে তার কথা হয়েছে। প্রধানমন্ত্রী ভারত সফর শেষে শ্রমিকদের সঙ্গে কথা বলবেন। আপাতত তারা যেন কাজে ফিরে যান।এ সময় জেলা প্রশাসককে শ্রমিক নেতারা জানান, প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত না নিজের মুখে আমাদের কাজে ফেরার কথা বলবেন, ততক্ষণ তারা কাজে ফিরবেন না।

চা শ্রমিক নেত্রী সনকা আরও বলেন, শুধু প্রধানমন্ত্রী আমাদেরকে ভিডিওবার্তায় বললে আমরা কাজে ফিরব। আজ বললে আজই ফিরব। আমরা ১৪ দিন ধরে কর্মবিরতি করছি ৩০০ টাকা মজুরির জন্য। এতে অনেক ক্ষতি হয়েছে।

চান্দপুর চা বাগানের শ্রমিক বীরেন তন্তুবায় বলেন, এখন ১৪৫ টাকায় কাজে যাওয়ার প্রশ্নই ওঠে না।

চুনারুঘাটের চান্দপুর চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধন সাঁওতাল বলেন, চুক্তিপত্রে সই করার আগে ভ্যালি কমিটি এবং প্রতিটি বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করার কথা। কিন্তু ইউনিয়নের নেতারা তা না করেই রাত ২টার দিকে চুক্তি করেছে। তাই আমরা কাজে ফিরব না।

বাংলাদেশ চা কন্যা নারী সংগঠনের সভাপতি খায়রুন আক্তার বলেন, ‘আমাদের শ্রমিক ইউনিয়নের নেতারা রাতের আঁধারে গিয়ে হাত মিলিয়েছে। তাতেও লাভ হবে না। ৩০০ টাকা মজুরি ছাড়া কোনো শ্রমিক কাজে ফিরবে না। নেতারা রাতে চোরের মতো স্বাক্ষর করে এসেছে। আমরা এসব নেতাকে ধিক্কার জানাই। তাদের পেলে আমরা গণপিটুনি দেব।’

৯ আগস্ট থেকে ৩০০ টাকা মজুরির দাবিতে আন্দোলন শুরু করেন চা শ্রমিকরা।