Home চট্টগ্রাম কর্ণফুলীতে সারবোঝাই লাইটার ডুবি

কর্ণফুলীতে সারবোঝাই লাইটার ডুবি

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: রবিবার রাতে কর্ণফুলীতে সারভর্তি একটি লাইটার জাহাজ ডুবে গেছে। সদরঘাটের কাছে লাইটারটি নিমজ্জ্বিত হয়েছে। এতে একজন নিখোঁজ রয়েছে।

লাইটারটির নাম মাকসুদা-২। বহির্নোঙরে অবস্থানরত মাদার ভেসেল থেকে সার নিয়ে আসার পথে ডুবে গেছে লাইটারটি। তলা ফুটো হয়ে লাইটারটি ধীরে ধীরে নিমজ্জ্বিত হয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা জানান, দুর্ঘটনা আঁচ করতে পেরে ১১ জননাবিক  ইঞ্জিন চালিত একটি বোটে উঠে যান এবং অপর  একজন নাবিক সাঁতার কেটে তীরে পৌঁছে গেছেন। তবে, সার আমদানিকারক প্রতিষ্ঠানের একজন সার্ভেয়ার নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ জানান, বহির্নোঙর থেকে সার বোঝাই করে কর্ণফুলী নদীতে   ‘মাকসুদা-২’ ডুবে গেছে। একজন নিখোঁজ রয়েছেন। কোস্ট গার্ড লাইটারটি উদ্ধারের চেষ্টা করছে।