যশোর: অভয়নগরের নওয়াপাড়ায় ভৈরব নদে ৮২০ মেট্রিক টন কয়লা বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। শুক্রবার ( ১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নদের শ্রীধরপুর ইউনিয়নের দেয়াপাড়া সংলগ্ন সরদার মিল এলাকায় এমভি আর রাজ্জাক নামে লাইটারটি ডুবে যায়। মোংলা বন্দরে মাদার ভেসেল থেকে এটা কয়লা লাইটারিং করছিল।
লাইটার জাহাজটিতে নওয়াপাড়ার শেখ ব্রাদার্সের কয়লা ছিল। শেখ ব্রাদার্সের ব্যবস্থাপক সুকুমার পাল জানান, মোংলা বন্দর থেকে কয়লা নিয়ে লাইটারটি নওয়াপাড়া আসে।
জাহাজের মাস্টার মুরাদ হোসেন বলেন, ৮২০ মেট্রিক টন কয়লা বোঝাই কার্গো জাহাজটি নওয়াপাড়া নৌ বন্দরে নোঙর করতে না পেরে দেয়াপাড়া এলাকায় নোঙর করে। শুক্রবার সন্ধ্যার পর হঠাৎ করে জাহাজের তলদেশ ফেটে পানি ঢুকতে থাকে। কিছু সময়ের মধ্যেই জাহাজটি ডুবে যায়। জাহাজের কয়লা আনলোড করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে নৌ চলাচল স্বাভাবিক আছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মালামাল আনলোড হওয়ার পরে জানা যাবে। তবে কী কারণে জাহাজের তলদেশ ফেটে গেছে, সে বিষয়ে কিছু জানাতে পারেননি জাহাজের মাস্টার।