Home সারাদেশ লাউয়াছড়া উদ্যান থেকে রাতের আঁধারে গাছ চুরি

লাউয়াছড়া উদ্যান থেকে রাতের আঁধারে গাছ চুরি

মৌলভীবাজার থেকে তিমির বনিক জানান: কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের বর্ডার এলাকা থেকে মূল্যবান লোহা কাঠ গাছ কেটে নিয়েছে গেছে দুর্বৃত্তরা।

রাতের আঁধারে সংঘবদ্ধ গাছচোর দল ঐ গাছটি কেটে ফেলে। লাউয়াছড়া বনাঞ্চল এলাকা থেকে হারিয়ে গেল একটি বৃহৎ লোহাকাট গাছ। গাছের অবশিষ্ট খন্ডাংশ বনের মধ্যেই রয়ে গেছে।

স্থানীয়রা জানান, লাউয়াছড়া জাতীয় উদ্যানের তিন ঘন্টার পথ হেটে ডাকছড়া চা বাগান সংলগ্ন স্থান থেকে লোহা গাছটি কেটে ফেলে দুর্বৃত্তরা। রাতের আঁধারে বৃহৎ এই গাছটি কেটে একটি খন্ডাংশ নিয়ে যায়। অবশিষ্ট অংশ রয়ে গেছে। মূল্যবান প্রজাতির পুরনো এই গাছটি পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য গুরুত্বপূর্ণ থাকলেও বন থেকে হারিয়ে যাচ্ছে এসব মহামূল্যবান গাছ গুলো, যা পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। হারিয়ে যাচ্ছে একে একে লাউয়াছড়া জাতীয় উদ্যানের শতবর্ষী গাছগুলো।