Home Second Lead লাদাখ: পেরেক ঠোকা লাঠি, কাঁটা তার মোড়া ডান্ডা নিয়ে হামলা

লাদাখ: পেরেক ঠোকা লাঠি, কাঁটা তার মোড়া ডান্ডা নিয়ে হামলা

বিজনেসটুডে২৪ ডেস্ক

লাদাখের গালওয়ান ভ্যালিতে চিনা সৈন্যরা পেরেক ঠোকা লাঠি আর কাঁটা তার মোড়া ডান্ডা এবং লাঠির ডগায় লোহার শিক বেধে ভারতীয় সেনাদের ওপর হামলা চালিয়েছিল।

ভারতীয় সেনার এই তথ্য প্রকাশ করে জানায় যে প্রায় পাঁচ দশক পরে ভারত চিন সেনা মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে ১৫ জুন রাতে। এই হামলায় ভারতের তরফে প্রভুত ক্ষয়ক্ষতি হয়।

২০ জন ভারতীয় সেনা জওয়ান মারা যান। বেশ কয়েকজন গুরুতর জখম হন।

তবে এই হামলায় কোনও গুলি চলেনি বলে আগেই বলা হয়েছিল।  গত দেড় মাস ধরে সংঘাত চলছে চিন সীমান্তের কাছে লাদাখে। সোমবার রাতে আরও উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। চিনা সেনা লাদাখে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে। কোনও গুলি ছোঁড়া হয়নি দুই তরফে। তবে সংঘর্ষে চিনা সেনা লাঠি, মুগুর ও পাথর ব্যবহার করেছিল।

ওই সংঘর্ষে নিহত ১৬ বিহার রেজিমেন্টের কর্নেল সন্তোষকে  পাথর দিয়ে আঘাত করা হয়। শিক জড়ানো লাঠি দিয়ে মারা হয়। যাদের মধ্যে অনেকের দেহ ক্ষতবিক্ষত করা হয়েছে। ফলে, স্বাভাবিকভাবেই ওই এলাকায় মোতায়েন করা আর্মি ইউনিটের মধ্যে ক্ষোভ বাড়ছে। উল্লেখ্য, ১৯৯৬-এর চুক্তি অনুযায়ী ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনা গোলাগুলি চালাতে পারবে না।

তাই চিন লাদাখে সঙ্কট মেটাতে আলোচনায় যোগ দিতে আসা সম্পূর্ণ নিরস্ত্র ভারতীয় সেনাদের খুন করতে পেরেক ঠোকা লাঠি আর কাঁটা তার মোড়া ডান্ডা নিয়ে আক্রমণ চালায়।