Home চট্টগ্রাম হালিশহরবাসীকে উৎখাত করতে চায় বন্দর

হালিশহরবাসীকে উৎখাত করতে চায় বন্দর

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: আউটার রিং রোডের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পানি নিষ্কাশনের স্লুইসগেটের মুখ বন্ধ করে নির্মাণাধীন চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের সীমানা দেয়াল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নাগরিক উদ্যোগ।

শনিবার (১৩ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়টি জানায় সংগঠনটি।

জানা যায়, নগরীর আউটার রিং রোডে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ সমাপ্তের পথে রয়েছে। এসব প্রকল্পের আওতাধীন পাঁচটি খালের স্লুইসগেটের মুখে বে-টার্মিনালের সীমানা দেয়াল নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। অপরিকল্পিত এ নির্মাণে পতেঙ্গা, হালিশহর থেকে কাট্টলী পর্যন্ত বিশাল জনগোষ্ঠীর স্বাভাবিক পানি চলাচলের পথ রুদ্ধ হয়ে সামনের বর্ষার মৌসুমে ভয়াবহ জলাবদ্ধতার ঝুঁকি রয়েছে বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া অপরিকল্পিত ও ঝুঁকিপূর্ণ এ নির্মাণ বন্ধের অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

এ ব্যাপারে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক ও নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা খোরশেদ আলম সুজন জানান, লালদিয়ার চরের মতো পতেঙ্গা, হালিশহর ও কাট্টলীদের জলে ডুবিয়ে উৎখাতের চেষ্টা করছে বন্দর কর্তৃপক্ষ। ইতোমধ্যেই এলাকার বাসিন্দাদের জায়গা জমি সরকারের বিভিন্ন সংস্থা বিভিন্ন সময়ে উন্নয়ন প্রকল্পের নামে অধিগ্রহণ করেছে। বছরের নানা সময়ে অধিগ্রহণের খড়গ এলাকাবাসীদের ঘাড়ে ঝুললেও এখনো অনেকে প্রকল্প বাস্তবায়নের পরেও ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হয়েছেন। এরমধ্যে বন্দর কর্তৃপক্ষ কোন প্রকার সমীক্ষা ছাড়াই অপরিকল্পিতভাবে দেয়াল নির্মাণ করে এলাকায় জলাবদ্ধতার সম্ভাবনা তৈরি করছে। জলে ডুবিয়ে রেখে এলাকাবাসীকে উৎখাতের পয়তারা করা হচ্ছে। তাই এলাকাবাসীকে এর বিরুদ্ধে সোচ্চার ও সচেতন হতে হবে।

এছাড়া অতিদ্রুত এ অপরিকল্পিত প্রকল্প বন্ধ করে সিডিএসহ নগর পরিপকল্পনাবিদদের সমন্বয়ে একটি শক্তিশালী কমিটি গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নিকট দাবি জানায় নাগরিক উদ্যোগ।