বিজনেসটুডে২৪ প্রতিনিধি, নাটোর: এখানকার লালপুরে ট্রাক চাপায় প্রাণ হারিয়েছে মোটরসাইকেল আরোহী ৩ কিশোর। মঙ্গলবার বেলা ১২ টায় সেকচিলান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।
লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান জানান, বালুবাহী একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে নেয়ার পথে অপরজন মারা যায়। নিহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।