Home Second Lead ছাত্রলীগ নেতার কোটি টাকার অবৈধ  স্থাপনা গুঁড়িয়ে দিল রেলওয়ে

ছাত্রলীগ নেতার কোটি টাকার অবৈধ  স্থাপনা গুঁড়িয়ে দিল রেলওয়ে

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, লালমনিরহাট: ১৭ বছর পর ‍রেল কর্তৃপক্ষ গুঁড়িয়ে দিল তাদের জমি জবরদখল করে গড়ে তোলা ছাত্রলীগ নেতার কোটি টাকার অবৈধ  স্থাপনা।

লালমনিরহাটে রেল লাইনের পাশের ভূমি দখল করে গড়ে তোলা এক সাবেক ছাত্রলীগ নেতার একাধিক অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হচ্ছে রবিবার দিনব্যাপী অভিযানে। অভিযানে অর্ধশতাধিক আধপাকা স্থাপনা উচ্ছেদ করে প্রায় এক একর জমি উদ্ধার করা হয়।

জানা গেছে, দীর্ঘ ১৭ বছর ধরে রেলওয়ের জায়গায় স্থাপনা নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছিল জেলা আওয়ামী লীগের একটি চক্র। সেই সময় ক্ষমতার অপপ্রয়োগ করে প্রেসক্লাব ও ইমারত শ্রমিকের স্থাপনা উচ্ছেদ করে রেলের জায়গাটি নিজের দখলে নেন আওয়ামী লীগ নেতা জহুরুল হক মামুন। পরে চাচার প্রভাব খাটিয়ে সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন রেলের জায়গায় দখলে নিয়ে মার্কেট নির্মাণ করে ভাড়া দেন।

জানা যায়, আওয়ামী লীগের আমলে গায়ের জোরে রেলের জমি দখল করে দলের কিছু নেতা। পরে সেখানে আওয়ামী লীগ নেতা জহুরুল হক মামুন ও সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীরসহ দলের কতিপয় নেতা রেলের জায়গায় আলিশান একটি মার্কেট নির্মাণ করেন। রেল কর্তৃপক্ষ থেকে বারবার নোটিশ ও মৌখিকভাবে বলার পরেও দলীয় প্রভাব খাটিয়ে অবৈধভাবে মার্কেট নির্মাণ করে ভাগ বাটোয়ারা করে নেয় আওয়ামী লীগের নেতারা।

লালমনিরহাট বিভাগী রেলওয়ে সহকারী স্টেট অফিসার আব্দুর রাজ্জাক জানান, রেলের জমিতে অবৈধ নির্মিত স্থপনা উচ্ছেদ অভিযানের নিয়মিত অংশ হিসেবে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। একইদিন প্রায় রেলের এক একর জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।