Home চট্টগ্রাম লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ফ্রি  মেডিক্যাল ক্যাম্প

লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিটের ফ্রি  মেডিক্যাল ক্যাম্প

চট্টগ্রাম: লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাত এলিট ও চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআই ইউ)-সোসাল ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে ১৮ অক্টোবর নগরীর পাঠানটুলি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে বিশেষজ্ঞ ডাক্তারগণ বিভিন্ন রোগের (দন্ত, গাইনী, চক্ষু, ডায়বেটিস, জেনারেল মেডিসিন, শিশু রোগ বিশেষজ্ঞ, নাক ও কর্ণ ছেদন, ব্লাড গ্রুপিং) চিকিৎসা প্রদান করেন। এতে প্রায় ৭০০জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করে।

এসময় উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন তারেক কামাল, রিজিয়ন চেয়ারপার্সন লায়ন জাহানারা বেগম, ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোঃ জামাল উদ্দিন, ১ম ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন আবেদা বেগম, ক্লবা সেক্রেটারী লায়ন আবু নাঈম বোরহান উদ্দিন, লায়ন স্বপন কুমার বিশ্বাস, লায়ন ইফতেখার উদ্দিন, লায়ন আরিফ মোহাম্মদ রণি, লায়ন আলি বশির নুর, লায়ন হাসান শাহরিয়ার, সমাজসেবক  মোস্তফা কামাল  টিপু সি আই ইউ’র সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির  সদস্য  প্রমুখ।

সংবাদ বিজ্ঞপ্তি