জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রোটারী ক্লাব অব গ্রেটার চিটাগাং’র উদ্যোগে বায়েজিদ লিংক রোড এলাকায় ২ হাজার গাছের চারা চারা রোপন করা হয়েছে।
গাছের চারা রোপন কর্মসূচিতে ক্লাব সভাপতি প্রফেসর ডঃ সৈয়দা খুরশিদা বেগম ও ক্লাব সেক্রেটারী মোহাম্মদ সালাউদ্দিন, রোটারি আন্তর্জাতিক জেলা-৩২৮২ বাংলাদেশের লেফটেন্যান্ট গভর্নর মোহাম্মদ শাহজাহান , ডেপুটি গভর্নর এমদাদুল আজিজ চৌধুরী, ক্লাবের প্রাক্তন সভাপতি মোঃ শহিদুল ইসলাম চৌধুরী , সহ-সভাপতি সৈয়দা কামরুন নাহার, ক্লাবের ট্রেজারার ইকরাম পাশা ,পরিচালক এস এম জমির উদ্দিন , ফিলিপস গোমেজ ও তাসিন চৌধুরী উপস্থিত ছিলেন। -সংবাদ বিজ্ঞপ্তি