Home কর্পোরেট লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের আইপিও অনুমোদন

লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের আইপিও অনুমোদন

যোগ্য বিনিয়োগকারীদের মাধ্যমে শেয়ারের প্রান্ত-সীমা মূল্য (কাট-অফ প্রাইস) নির্ধারণের পর এবার লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের আইপিওর অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল ১৮ নভেম্বর বুধবার কমিশনের নিয়মিত সভায় বুকবিল্ডিং পদ্ধতিতে এ কোম্পানির আইপিওর অনুমোদন দেওয়া হয়।

বুকবিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে লবু-রেফ। এজন্য কোম্পানিটি বুকবিল্ডিং পদ্ধতিতে ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি সাধারণ শেয়ার ইস্যু করবে। এর মধ্যে নিলামে যোগ্য বিনিয়োগকারীদের মধ্যে ৮৮ কোটি ৯২ লাখ ১৬ হাজার ৮০০ টাকার জন্য ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করা হবে। যোগ্য বিনিয়োগকারীরা গড়ে প্রতিটি শেয়ার কিনবেন ৩৯ টাকা ৩০ টাকা করে।

বুকবিল্ডিং পদ্ধতির নিলামে ‘বিএনও’ ব্র্যান্ডের লুব-রেফের কাট-অফ প্রাইস ৩০ টাকা নির্ধারণ হয়েছে। কোম্পানিটি ১৫০ কোটি টাকা সংগ্রহে মোট ৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪টি শেয়ার ইস্যু করবে। তবে পাবলিক ইস্যু রুলসের বিধান অনুযায়ী, প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) সাধারণ বিনিয়োগকারীদের জন্য কাট-অফ প্রাইস থেকে ১০ শতাংশ ডিসকাউন্টে শেয়ার ইস্যু করা হবে। এ হিসাবে আইপিওতে প্রতিটি শেয়ার ২৭ টাকা করে ইস্যু করা হবে। এজন্য সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে ৬১ কোটি ৭ লাখ ৮৩ হাজার ২০০ টাকা সংগ্রহের জন্য ২ কোটি ২৬ লাখ ২১ হাজার ৫৪৪টি শেয়ার ইস্যু করা হবে।

এদিকে নিলামে যেসব যোগ্য বিনিয়োগকারী লুব-রেফের শেয়ার ৫০ টাকার ওপরে বিডিং করেছে সেসব বিনিয়োগকারী কমিশনের নির্দেশনা অনুযায়ী বিডিং করেছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের ব্যাখ্যা তলবের সিদ্ধান্ত নিয়েছে এসইসি।

– সংবাদ বিজ্ঞপ্তি