দিল্লি : করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন লকডাউন চলাকালীন চড়চড় করে বেড়েছে জিনিসপত্রের দাম। একই সঙ্গে দাম বেড়েছে সোনা, রুপোরও। ফলে গয়নার যে পরিমাণ দাম বেড়েছে তা মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, তা বলাই বাহুল্য।
অগস্ট মাসে ১০ গ্রাম সোনার দাম ছিল ৫৬ হাজার টাকারও বেশি। ১ কেজি রুপোর দাম বেড়ে হয়েছিল ৮০ হাজার টাকা। এর সঙ্গে বেড়েছে সোনার গয়না রুপোর গয়নার মজুরিও। ছাপোষা সাধারণ মানুষেরা সোনার গয়না কেনার কথা ভাবতেই পারছেন এখন। হিমশিম খেয়ে যাচ্ছেন মধ্যবিত্তরাও।
সামনেই উৎসবের মরসুম। পুজোর পর দীপাবলি। তার পরেই শুরু হবে বিয়ের মরসুম। এই সময়ে সকলেই একটু আধটু সোনার গয়না কেনার কথা ভাবেন। কিন্তু যে পরিমাণ সোনার দাম বেড়েছে তাতে কপালে হাত প্রায় সকলেরই।
এই দুর্দিনে তনিস্ক দেখাচ্ছে নতুন দিশা। গয়নার ট্রেন্ড বদলানোর চেষ্টা করছেন তারা। তনিস্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, সোনার অতিরিক্ত দাম বাড়ায় তার সাথে শংকর ধাতু মিশিয়ে হালকা গয়না তৈরির কথা তাঁরা ভাবছেন এবার।
এই মুহূর্তে মানুষ কিছুটা ভয় পেয়ে আছে বলেই হয়তো সোনা কেনার কথা ভাবছেন না। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেই সোনার দাম কমতে পারে এবং আগের মতই সাধারণ মানুষ আবার গয়না কেনার দিকে ঝুঁকবেন বলেই অজয় চাওলা মনে করেন।
আধুনিক সময়ে ভারী গয়নার থেকে হালকা গয়নার দিকে মানুষের নজর। সহজেই যে কোনও অনুষ্ঠানে যে কোনও সময় পড়া যায় এমন গয়নাই খোঁজেন তাঁরা। তনিস্কের নতুন এক্সপেরিমেন্টের খবর নিঃসন্দেহে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করেছে বলেই ধারণা তাদের। জানা যাচ্ছে খুব শীঘ্রই তারা ফেস্টিভ কালেকশন ‘একতাভম‘ লঞ্চ করতে চলেছেন।
-লাইভমিন্ট