Home First Lead শপিং কমপ্লেক্স সম্প্রসারণ বন্ধ, তদন্ত কমিটি

শপিং কমপ্লেক্স সম্প্রসারণ বন্ধ, তদন্ত কমিটি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চিটাগাং শপিং কমপ্লেক্স সম্প্রসারণ কাজ বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন। দোকানদারদের আপত্তির প্রেক্ষিতে এই ব্যবস্থা নেয়া হয়েছে।

সম্প্রসারণ কাজ নিয়ে আপত্তি রয়েছে দোকানদের। আলো-বাতাস চলাচল, পার্কিং স্পেস এবং ভিতরে স্বাচ্ছন্দে চলাফেরার সুবিধা সীমিত হয়ে যাওয়ার আশংকা তাদের। নির্মাণ ত্রুটি এবং ভবন সম্প্রসারণের ফলে পরবর্তীতে রানা প্লাজা দুর্ঘটনার মত কোন আশংকা আছে কি না এবং দোকানদের অভিযোগসমূহ তদন্ত করে দেখতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ( সিডিএ ), চুয়েট, সিটি কর্পোরেশন এবং নির্মাতা প্রতিষ্ঠানের প্রকৌশলীদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। কমিটির তদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নীচতলায় বিদ্যমান মার্কেটের দোকান মালিকগণ মালামাল রেখে চলাচলের পথ সংকুচিত রাখার  জন্য দায়ীদের জরিমানা এবং প্রয়োজনে ট্রেড লাইসেন্স বাতিলের জন্য প্রধান রাজস্ব কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।

সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন বৃহস্পতিবার নগরভবনে চিটাগাং শপিং কমপ্লেক্স সম্প্রসারণে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান শামীম কর্পোরেশনের মালিক ও সাইটে নিয়োজিত ইঞ্জিনিয়ারদের সাথে বৈঠকে এসব  নির্দেশনা দেন। টিনের ঘেরাও উন্মুক্ত করে দেয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। ধারণ ক্ষমতা অনুযায়ী ফ্লোর বাড়াতে-কমাতে হবে বলে অভিমত দেন সিটি প্রশাসক।  কমপ্লেক্স সম্প্রসারণ এর সার্বিক বিষয় পর্যালোচনার জন্য  কমিটির  রিপোর্ট উপস্থাপন  ও অনুমোদন না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে হবে মর্মে তিনি শামীম কর্পোরেশনকে জানিয়ে দেন।