বিজনেসটুডে২৪ ডেস্ক
শর্ত সাপেক্ষে বিদেশিদের জন্য সীমান্ত খুলে দিয়েছে চীন। চীনের নাগরিক নন এমন ব্যক্তিদের দেশটিতে প্রবেশ করতে চাইলে মানতে হবে একটি শর্ত, আর সেটি হলো- অবশ্যই চীনের তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে যেতে হবে।
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যসহ অন্ত ২৩টি দেশে চীনা দূতাবাস থেকে ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নতুন শর্ত পর্যালোচনা করে সিএনএন তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ভিসা দেওয়ার ক্ষেত্রে চীনের নতুন এ শর্ত জুড়ে দেওয়াকে চীনা কূটনীতির অংশ বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কেননা, চীনের ভ্যাকসিন একদিকে যেমন সহজলভ্য নয়, ঠিক তেমনই ভ্যাকসিনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক এখনও পর্যন্ত অনুমোদনও পায়নি।
আবার চীনের ভ্যাকসিনের কার্যকারীতাও কম। এখন পর্যন্ত ট্রাইলে ৭৮ শতাংশ কার্যকারীতা দেখালেও ব্রাজিলে এর কার্যকারীতা পাওয়া গেছে ৫০ শতাংশের মতো। যেখানে ফাইজারের ভ্যাকসিনের কার্যকারীতা ৯৫ শতাংশ।