Home First Lead শহিদ বরকতের বাড়িতে স্মৃতিসৌধ হবে, বসবে মূর্তিও

শহিদ বরকতের বাড়িতে স্মৃতিসৌধ হবে, বসবে মূর্তিও

শহিদ আবুল বরকত

বিজনেসটুডে২৪ ডেস্ক

শহিদ বরকতের জন্মস্থানে তাঁর স্মরণে তৈরি হবে স্মৃতিসৌধ। সংস্কার হবে বাড়িও। পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার ভরতপুর থানার বাবলা গ্রামে হবে এই সৌধ। শহিদ আবুল বরকত ১৯২৭ সালে ১৬ জুন সেখানে জন্ম গ্রহণ করেন।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বরকতের জন্মস্থানকে সাজিয়ে তোলার  উদ্যোগ নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেমবার দেশপ্রিয় পার্কে মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে  বলেন, মুর্শিদাবাদের সালারে শহিদ বরকতের জন্মস্থানে তাঁর স্মরণে তৈরি হবে একটি স্মৃতিসৌধ। সেই সঙ্গে বরকতের একটি মূর্তিও বসবে সেখানে। এই কাজের দায়িত্ব দেয়া হয়েছে মন্ত্রী ইন্দ্রনীল সেনকে।

 ভাষা দিবসের অনুষ্ঠানে মুর্শিদাবাদে বরকতের জন্মস্থানে  শহিদ বেদী তৈরির দাবি তোলা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,  মুর্শিদাবাদের সালারে বরকতের বাড়িটি সংস্কার করা হবে। সেখানে একটি স্মৃতিসৌধ তৈরি করা হবে, বসানো হবে বরকতের মূর্তিও।