Home বিনোদন অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার

অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেপ্তার

মেহের আফরোজ শাওন। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা:রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যার পর তাকে গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

 ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে মেহের আফরোজ শাওনকে ধানমণ্ডি এলাকা থেকে আজ রাতে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বর্তমানে তাকে ডিবি কার্যালয় রাখা হয়েছে। আগামীকাল তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে। একই সঙ্গে অধিক জিজ্ঞাসাবাদের জন্য তার বিরুদ্ধে আদালতে রিমান্ড চাওয়া হবে।

ডিএমপি’র মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের সহকারী উপ-পুলিশ কমিশনার  (এসি) জাহাঙ্গীর কবির বলেন  রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদের জন্য মেহের আফরোজ শাওনকে তার নিজ বাসা থেকে আটক করে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।

জানা গেছে, সম্প্রতি আওয়ামী লীগের একটি গোপন বৈঠকে অংশ নেন অভিনেত্রী শাওন। বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়।  বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত শাওনের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি। তিনি জামালপুর-৪ (সদর) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তার স্ত্রী বেগম তহুরা আলী ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০২৪ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।