Home গাড়িবাজার শাওমির গাড়ি, ৫ মিনিট চার্জে ছুটবে ৮০০ কিমি

শাওমির গাড়ি, ৫ মিনিট চার্জে ছুটবে ৮০০ কিমি

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক: শাওমি সংস্থার নাম উঠলেই আমাদের মাথায় আসে মোবাইল ফোনের । চীনের মোবাইল প্রস্তুতকারক এই সংস্থাটি কয়েক বছর ধরেই ভারতীয় বাজারে জাঁকিয়ে বসেছে। এতদিন তো কেবল মোবাইল ছিল, এবার গাড়ির বাজারে পা রেখেছে শাওমি । তারা নিয়ে এসেছে চার চাকা ইলেকট্রিক গাড়ি। অল্প সময়েরর চার্জেই গাড়ির গতি আপনাকে মুগ্ধ করতে বাধ্য।

গাড়ির বাজারে ঝড় তুলবে শাওমি, ৫ মিনিটের চার্জে ছুটবে ৮০০ কিমি, দাম কত জানেন?

 

গত ২৮ ডিসেম্বর শাওমির নতুন গাড়ি বিশ্ববাজারে লঞ্চ হয়ে গিয়েছে। তবে এটি পেট্রল-ডিজেল নয়, ইলেকট্রিক গাড়ি  জানা গিয়েছে, যারা স্পোর্টস কার পছন্দ করেন তাঁদের পছন্দের তালিকায় জায়গা করে নিতে পারে এটি। গাড়িটির নাম শাওমি এসইউ ৭। এর সম্পর্কে আরও কিছু তথ্য জেনে নিন।

গাড়ির বাজারে ঝড় তুলবে শাওমি, ৫ মিনিটের চার্জে ছুটবে ৮০০ কিমি, দাম কত জানেন?

শাওমি কোম্পানির দাবি, বৈদ্যুতিন গাড়িটি প্রতি ঘণ্টায় ২৬৫ কিলোমিটার গতিবেগে যেতে পারে। তারা আগেই জানিয়েছিল, SU7 এবং SU7 Max– এই দুটি মডেল বাজারে আনা হবে। সেইমতই দুটি মডেল বাজারে এসে গিয়েছে। এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্টে ঘণ্টায় ৭৩.৬ কিলোওয়াট ব্যাটারি প্যাকের পাশাপাশি টপ লাইন ভ্যারিয়েন্টে ১০১ কিলোওয়াট ব্যাটারি প্যাকের সুবিধা থাকবে। গাড়ির মধ্যে রয়েছে চোখ ধাঁধানো ডিজাইন ও হাই রিজোলিউশন ক্যামেরা। গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই গাড়িটি ডিজাইন করা হয়েছে।

 

একবারের চার্জে ৮০০ কিমি পথ অতিক্রম করতে পারবে শাওমির এই গাড়ি। এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্টের জন্য ভি৬ (V6) এবং টপ লাইন ভ্যারিয়েন্টের জন্য ভি৬এস (V6S) মোটর ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে। এই দুই ইঞ্জিন থেকে যথাক্রমে ২৯৯ এইচপি এবং ৩৭৪ এইচপি আউটপুট পাওয়া যাবে। গাড়িটির দাম সম্পর্কে এখনও কোনও স্পষ্ট ধারণা দেওয়া হয়নি। তবে শীঘ্রই গ্রাহকদের জন্য এই গাড়ির দাম প্রকাশ্যে আনে শাওমি।