Home কলকাতা শান্তিনিকেতনে অমর একুশে পালিত

শান্তিনিকেতনে অমর একুশে পালিত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

কলকাতা: ভাষা আন্দোলনের শহিদদের স্মরণ করে প্রতি বছরের মতো এবারও বিশ্বভারতীতে পাঠরত বাংলাদেশের পড়ুয়ারা মাতৃভাষা দিবস পালন করলেন। রবিবার সকালে শান্তিনিকেতনের পথে  শুনতে পাওয়া গেল, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানটি। তাঁদের সঙ্গেই পা মেলালেন বিশ্বভারতীর অন্য পড়ুয়ারাও। ২১ ফেব্রুয়ারির সকালে গান গাইতে গাইতে এসে শহিদবেদিতে ফুল ও মালা দেন তাঁরা।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রঙের ছোঁয়া লেগেছে শান্তিনিকেতনে ৷ ভাষা আন্দোলনের এই বিশেষ দিনটিকে স্মরণ করে বিশ্বভারতীকে সাজিয়ে তোলা হয়েছে৷ বাংলাদেশ ভবনে শহিদবেদির সামনে আলপনা দিলেন একদল বাংলাদেশি পড়ুয়া। তাঁদের সঙ্গে একই উদ্যম নিয়ে কাজ করলেন এ দেশের পড়ুয়ারাও।

বিশ্বভারতীর বাংলা বিভাগের এক বাংলাদেশি ছাত্রী বলেন, ভারতের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশের শহিদ দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন এক বিরাট প্রাপ্তি। শুধু বাংলাদেশ নয় বিশ্বের অনেক দেশের পড়ুয়ারা সম্মিলিতভাবে এই দিনটি উদযাপন করলেন।