Home First Lead শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের লাঠিপেটা

শাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের লাঠিপেটা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড হামলা করেছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ শিক্ষার্থীদের ওপর এ হামলা চালায়।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের সঙ্গে সংঘর্ষ চলছে।

অসদাচরণের অভিযোগ তুলে বেগম সিরাজুন্নেসা চৌধুরী ছাত্রী হলের প্রভোস্ট কমিটির পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন করে আসছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষার্থীরা। রবিবার বেলা আড়াইটার দিকে একাডেমিক কাউন্সিলের মিটিং শেষে রেজিস্ট্রার ভবন থেকে বের হলে উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পিছু নেন আন্দোলনকারীরা। উপাচার্যকে তারা অবরুদ্ধ করে রেখেছেন।

এর আগে, শিক্ষার্থীরা পিছু নিলে দ্রুত উপাচার্য ওই জায়গা ত্যাগ করে ড. এমএ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে আশ্রয় নেন। শিক্ষার্থীরা ভবনের ভেতরে জোর ঢুকতে চাইলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা রক্ষীরা তাদের বের করে দেন। উপাচার্যের নিরাপত্তার জন্য ওই ভবনের সবগুলো গেটে তালা লাগিয়ে দেয় কর্তৃপক্ষ। পরে শিক্ষার্থীরাও বাইরে থেকে সবকটি গেটে তালা ঝুলিয়ে দেন।