Home First Lead শাবির শিক্ষার্থীরা অনশন ভেঙ্গেছেন

শাবির শিক্ষার্থীরা অনশন ভেঙ্গেছেন

ছবি সংগৃহীত

আন্দোলন চলমান থাকবে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আমরণ অনশনরত শিক্ষার্থীরা অনশন প্রত্যাহার করেছেন।  বুধবার সকাল ১০টা ২০ মিনিটে শাবিপ্রবির সাবেক অধ্যাপক, জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবালের অনুরোধে শিক্ষার্থীরা অনশন ভাঙেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের শিক্ষার্থীদের এই কর্মসূচি নেন।

বুধবার ভোররাত সাড়ে ৫টার দিকে ভিসির বাসভবনের সামনে অনশনস্থলে উপস্থিত হন জাফর ইকবাল ।  তার স্ত্রী অধ্যাপক ড. ইয়াসমিন হকও সাথে ছিলেন। এর আগে বুধবার ভোর রাত ৪টার দিকে তারা শিক্ষার্থীদের অনশন ভাঙানোর জন্য এবং দাবি শোনার জন্য ঢাকা থেকে ছুটে আসেন। এসময় জাফক ইকবাল দম্পতি অনশনরত শিক্ষার্থীদের সকল অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন।

এ বিষয়ে অনশনকারী শিক্ষার্থী আবদুল্লাহ আল রা‌ফি বলেন, ‘স্যার বলেছেন, তাঁকে আশ্বাস দিয়ে পাঠানো হয়েছে। উপাচার্যের জন্য অনশন করে নিজের ক্ষ‌তি করা ঠিক না। তাই আমাদের অনশন ভাঙার অনুরোধ ও আহ্বান জানান তিনি। তবে আমাদের আন্দোলন চলমান থাকবে।’