বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়োজিত সিভিল এভিয়েশনেরর নিরাপত্তারক্ষীর কাছে পাওয়া গেল চোরাপথে আনা সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণ।
ঐ স্বর্ণ আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তাদের কাছে গোপন সূত্রের সংবাদ ছিল এ ব্যাপারে। শনিবার সকালে দিকে সিভিল এভিয়েশনেরর নিরাপত্তারক্ষী বেলালের শরীরে তল্লাশি চালিয়ে ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এই স্বর্ণের বাজার মূল্য সাড়ে ৬ কোটি টাকা।
সকাল ৮টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কোন যাত্রী ভ্যাট ফাঁকি দিয়ে এই বারগুলো এনেছেন এবং বেলালের মাধ্যমে পাচার হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার ফরহাদ হোসেন খান জানান, বিমানবন্দরের এক নিরাপত্তা রক্ষীকে ৮০ পিস স্বর্ণের বারসহ আটক করা হয়েছে। এই বারগুলো যাত্রী টয়লেটে পেয়েছে বলে নিরাপত্তা রক্ষীর দাবি। বিস্তারিত তদন্ত চলছে।