বাকিদের স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) উপাচার্য বাসভবনের সামনে অনশনরত শিক্ষাথীরা তাদের দাবিতে এখন পর্যন্ত অনড় রয়েছেন। উপাচার্য়ের পদত্যাগ দাবিতে তারো অনশন করছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ শেষে শুক্রবার বেলা ২টার দিকে শিক্ষার্থীদের জানান যে ভিসি অনশনরত এবং অনশনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের দেখতে আগ্রহী। এতে শিক্ষার্থীরা সাফ জানিয়ে দেন যে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা ও পদত্যাগের ঘোষণা দিলেই কেবল তিনি আসতে পারেন। ‘পদত্যাগের ঘোষণা না দিয়ে তিনি কোথাও যেতে চাইলে, আমাদের লাশের ওপর দিয়ে তাকে যেতে হবে।’
এদিকে, উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ। অন্যদিকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত আরও তিন শিক্ষার্থীকে গুরুতর অসুস্থ অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এই তিনজনসহ মোট ১১ জন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুর ২টা ৫০ মিনিট থেকে আমরণ অনশন শুরু করা ২৪ শিক্ষার্থীর সবাই ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন। বাকিদের স্যালাইন ও ভিটামিন সাপ্লিমেন্ট দেওয়া হচ্ছে।