শাহরুখ যে রসিক মানুষ, তার প্রমাণ বহুবার দিয়েছেন। বিশেষ করে এক্স প্রোফাইলে শাহরুখ যখন অনুরাগীদের সঙ্গে আড্ডায় মাতেন, বাদশার মেজাজ তখন দেখার মতন। অনুরাগীদের প্রশ্নে, মজার মজার উত্তর দিয়ে শাহরুখ মন কেড়ে নেন। তবে এই গপ্পো, শাহরুখের সোশাল মিডিয়ার আড্ডা নয়। বরং এক বিনোদনমূলক ম্যাগাজিনে সাক্ষাৎকার দিতে গিয়ে এমন এক তথ্য ফাঁস করেন শাহরুখ। যা শুনে একসময় বলিউডে ঢি ঢি পড়ে গিয়েছিল।
গপ্পোটা একটা বিশদে বলা যাক। বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহর প্রকাশ্যে জানিয়েছেন তিনি সমকামী। তাঁর আত্মজীবনীতেও এই নিয়ে পাতার পর পাতা লিখেছেন। অন্যদিকে, বরাবরই শাহরুখ ও করণ জোহরের বন্ধুত্ব নিয়ে নিন্দুক পাড়ায় নানা রটনা। করণের একের পর এক ছবিতে শাহরুখের অভিনয় করার বিষয়টিকেও অনেকে বাঁকা চোখে দেখতেন।
কভি খুশি কভি গম তখন সবে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম সপ্তাহেই ছবি বক্স অফিসে সুপারহিট। সেই সময় এক ম্যাগাজিনে সাক্ষাৎকার করণের সঙ্গে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গে শাহরুখ প্রথমে হেসেই উড়িয়ে ছিলেন সেই প্রসঙ্গ। তারপর যা বলেছিলেন তা রীতিমতো হইচই ফেলেছিল বলিউডে।
এই সাক্ষাৎকারে শাহরুখ স্পষ্ট বলেছিলেন, করণ আমার খুব ভালো বন্ধু। আর বাদ বাকি শুধুই গুঞ্জন। আসলে আমি হেট্রোও নই, হোমো সেক্সুয়ালও নই। আমি ট্রাইসেক্সুয়াল, সব কিছুই ট্রাই করতে ভালোবাসি! অবশ্য এই উক্তির পর শাহরুখ অবশ্য স্পষ্ট করেছিলেন, তাঁর এই মন্তব্যকে যেন কেউ গুরুত্ব না দেয়।
-টিভি৯বাংলা