বিজনেসটুডে২৪ ডেস্ক:নব্বইয়ের দশকের অভিনেত্রী শিবা আকাশদীপ। একটা সময় খুব কাছ থেকে দেখেছেন শাহরুখ খানকে। সেই শিবা জানালেন, রাতে নাকি ঘুমোতে পারেন না শাহরুখ।
এক সাক্ষাৎকারে শাহরুখের পুরনো বন্ধু শিবা সম্প্রতি বলেছেন, ‘‘শাহরুখকে কাছ থেকে দেখলে যে কেউ মুগ্ধ হয়ে যেতে পারে। এমন এক চৌম্বকীয় ব্যক্তিত্ব তাঁর। ও নিজের চারপাশে একটা উষ্ণ পরিবেশ সৃষ্টি করতে পারে। ’’
একটা সময় শিবার বাড়িতে যাতায়াত ছিল শাহরুখের। শিবা বলেন ‘‘আমরা যখন শো করতে যেতাম, তখন তিনি আমার বাড়িতে এসে থাকতেন। এখনও যখন তিনি দেখা করেন, তখনও এত ভালবাসা, স্নেহ এবং শ্রদ্ধার সঙ্গে দেখা করবেন যে আপনি তাঁর প্রশংসা না করে থাকতে পারবেন না। ঘরের বাইরে থাকলেও, আপনাকে লক্ষ্য করতে পারলে ছুটে আসবেন এবং উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আপনার সঙ্গে দেখা করবেন। খুব ভাল ভদ্রলোক, খুব ভদ্রলোক।” শাহরুখ নাকি মুম্বইয়ে পা রেখেই বুঝে গিয়েছিলেন, তিনি তারকা হতে চলেছেন। তবে তার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন।
শিবা বলেন, ‘‘ ভীষণ পরিশ্রমী, নিজের কাজের প্রতি অসম্ভব মনোযোগী। তাঁকে সারা রাত কাজ করতে দেখেছি। রাতে ঘুমোতেন না, কারণ তিনি তাঁর কাজ নিয়ে এত মগ্ন থাকতেন। এত কাজ করার পরেও, কাজের প্রতি এখনও শিশুসুলভ উৎসাহ রয়েছে তাঁর মধ্যে, এটা অসাধারণ।”