বিজনেসটুডে২৪ ডেস্ক: ১৩ বছর বাদে IIFA পুরস্কারের মঞ্চে জুটিতে ফিরলেন শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত। ভারতের জয়পুরে আইফার জলসায় নব্বইয়ের দশকের এই ‘ব্লকবাস্টার’ জুটি সোমবার একফ্রেমে ধরা দিয়ে অনুরাগীদের সত্যিই পাগল করে দিলেন। ২৫তম আইফা অ্যাওয়ার্ড-এর অন্যতম চমক ছিল শাহরুখ-মাধুরীর রোমান্টিক পারফরম্যান্স।
‘দিল তো পাগল হ্যায়’ সিনেমার পঁচিশ বছর পার। ছবির বয়স বাড়লেও তারকাজুটির চেহারায় কিন্তু এখনও বয়স চোখ রাঙায়নি। কাঁপন ধরিয়ে দিলেন তারকাজুটি। উসকে দিলেন নয়ের দশকের ‘হিট’ নস্ট্যালজিয়া। সম্প্রতি তাঁদের মহড়ার ভিডিও ফাঁস হয়েছিল। যা দেখে কৌতূহলের পারদ চড়েছিল।
ভিডিওতেই দেখা গেল, সোনালি রঙের শিমারি শার্ট এবং কালো ট্রাউজার্স পরনে শাহরুখ খান। অন্যদিকে মাধুরী দীক্ষিতের পরনে কালো রঙের শিমারি শাড়ি। মঞ্চে যখন দুজনে রোমান্টিক পারফরম্যান্সে ব্যস্ত, তখন দর্শকাসনে বসে থাকা সকলের হাততালি আর সিটির আওয়াজে জমজমাট আইফার জলসা। সেই ভিডিও দেখে ততোধিক আপ্লুত দুই তারকার অনুরাগীরা। তাঁরা চাইছেন, বলিউডের পর্দায় আবারও ফিরুক শাহরুখ-মাধুরী জুটি।
‘কোয়েলা’, ‘আনজাম’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘হাম তুমহারে হ্যায় সনম’ থেকে ‘দেবদাস’-এর মতো একাধিক সিনেমায় জুটি বেঁধেছেন শাহরুখ-মাধুরী। যেসব ছবি আজও দর্শকদের মনে গেঁথে রয়েছে।