বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ধরা পড়লো চোরাপথে আনা স্বর্ণের বড় চালান।
জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের নিচে থেকে কাস্টমস সাড়ে ১০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার করেছে।
গত ১ অক্টোবর শাহ আমানতে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছে থেকে ৮২টি স্বর্ণের বার উদ্ধার হয়েছিল । ৯ কেজি ৫৯ গ্রাম ওজনের এসব স্বর্ণের দাম প্রায় ৫ কোটি ৭৪ লাখ টাকা। সেই যাত্রীও এসেছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে ।
বিমান বন্দর কাস্টমস জানায়, তাদের কাছে আলোচ্য চালানটির বিষয়ে গোপন সংবাদ ছিল। সেই ভিত্তিতে তল্লাশিতে পাওয়া গেছে ১৬০ টি স্বর্ণের বার। ৩৩ নম্বর আসনের নিচে কালো টেপে মোড়ানো দুই বান্ডেল এবং ২৯ নম্বর আসনের পাশে থেকে আর একটিতে বারগুলো পাওয়া গেছে। আনুমানিক দাম ১০ কোটি ৪০ লাখ টাকা।