বিজনেসটুডে২৪ প্রতিনিধি
শায়েস্তাগঞ্জ ( হবিগঞ্জ ) থেকে: উলুকান্দির ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ঘটনাস্থলে দুজন ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে দুজনের মৃত্যু হয়।
শুক্রবার রাত সাড়ে ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব জানান ঢাকা থেকে সিলেটগামী যাত্রীবাহী বাস ও সিলেট থেকে পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আরেকটি বাস এসে দুর্ঘটনাকবলিত বাসে ধাক্কা দেয়। এ ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলে দুই পুরুষ ব্যক্তি মারা যান। হাসপাতাল গিয়ে মারা যান আরও দুইজন।
শায়েস্তাগঞ্জ থানা, হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর স্থানীয় জনতা প্রায় ৪০মিনিট সড়ক অবরোধ করে রাখে।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব ও উবাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রজব আলীসহ সংশ্লিষ্টদের অনুরোধে জনতা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধকালে শায়েস্তাগঞ্জ পৌরসভার প্রধান সড়ক দিয়ে যান চলাচল করে।