শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সাথে ১৭ নং পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ শহিদুল আলম সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শুক্রবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় শিক্ষা উপমন্ত্রীর বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন নব-নির্বাচিত কাউন্সিলর।
সাক্ষাৎকালে নব-নির্বাচিত কাউন্সিলর শহিদ উপমন্ত্রী নওফেলের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। শিক্ষা উপমন্ত্রী নবনির্বাচিত কাউন্সিলরকে অভিনন্দন জানিয়ে মিষ্টি মুখ করান। শহিদকে শপথ গ্রহণের পর নাগরিকসেবার মাধ্যমে পশ্চিম বাকলিয়াকে মডেল ওয়ার্ডে পরিণত করতে দলমতের ঊর্ধ্বে উঠে সকলকে সাথে নিয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।
পরে কাউন্সিলর নগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের সাথে সাক্ষাৎ করেন।
এর আগে শহিদুল আলম দলীয় নেতা-কর্মীদের নিয়ে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর কবর জেয়ারত করেন।
এসময় ওয়ার্ডের আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইলিয়াছ, যুবলীগ নেতা মুজিবুর রহমান, কামাল আহমদ, ডা. মামুন, মো. হান্নান, নাজিম দেওয়ান, সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহেদ মুরাদ সাকু, আমিনুল ইসলাম আজাদ ছাত্রনেতা আহমেদ শুভ, সমর দাশ তাঁর সাথে ছিলেন।
-সংবাদবিজ্ঞপ্তি।