মিঠুন সাহা,পানছড়ি থেকে: প্রতিটি সমাজে, প্রতিটি রাষ্ট্রে যদি শিক্ষিত জনগোষ্ঠী গড়ে না উঠে, তাহলে কখনো প্রকৃত উন্নয়ন সাধিত হয় না। কারণ শিক্ষা ছাড়া কোন জাতিই উন্নতি করতে পারেনা। তাই প্রতিটি নাগরিককে অবশ্যই সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ ও রাষ্ট্রে মানবিক ভাবে ভূমিকা রাখতে হবে। তবেই একটি জাতির উন্নতি সম্ভব।
মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনি কক্ষ উদ্বোধন ও পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের সাংসদ ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক ট্রাস্কফোর্স ( প্রতিমন্ত্রী ) এর চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
১ মার্চ (মঙ্গলবার) দুপুর ১২টার সময় মরাটিলা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কমিটির আয়োজনে বিদ্যালয় মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই সময় স্কুল কমিটির সভাপতি বাদশা কুমার ত্রিপুরার সভাপতিত্বে ও অমর ত্রিপুরার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নিরুৎপল খীসা, উপজেলা পরিষদের চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আহির উদ্দিন,
পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম। এলাকার কার্বারী, জনপ্রতিনিধি, বিদ্যালয়ে র ছাত্রছাত্রী ও অভিভাবকবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।