Home চট্টগ্রাম মঙ্গলবার মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চের উদ্বোধন

মঙ্গলবার মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চের উদ্বোধন

বিজয় শিখা প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করবেন অপারেশন জ্যাকপট কমান্ডার কমডোর এ. ডব্লিউ চৌধুরী

চট্টগ্রাম: ১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় নগরীর এম. এ আজিজ স্টেডিয়াম গোল চত্বরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠান। একই সাথে সুচিত হবে জিমনেশিয়াম চত্বরে বিজয় মঞ্চের ৪ দিন ব্যাপী কার্যক্রম ও অনুষ্ঠানমালা।

বিজয় শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুক্তিযুদ্ধকালীন সময়ে অপারেশন জ্যাকপট অভিযানের কমান্ডার কমোডর এ. ডব্লিউ চৌধুরী বীর উত্তম ও বীর বিক্রম। তিনি বিজয় শিখা প্রজ্জ্বলনের অগ্নি শলাকা তুলে দেবেন মুক্তিযোদ্ধাদের সন্তান ও নতুন প্রজন্মের প্রতিনিধিদের হাতে এবং তা তারা বিজয় শিখা স্তম্ভ চূড়ায় ছুঁয়ে দেয়ার সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে প্রজ্জ্বলিত হবে মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় শিখা। এসময় বিজয় শিখা মঞ্চে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা সহ মুক্তিযুদ্ধের সপক্ষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমজীবী শক্তির প্রতিনিধিবৃন্দ।

বিজয় শিখা প্রজ্জ্বলন শেষে মঞ্চ থেকে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী এবং বিশেষ অতিথি সি এম পি পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় অন্যান্য অতিথিবৃন্দকে সাথে নিয়ে বিজয় মঞ্চের সামনে জাতীয় ও মুক্তিযুদ্ধের বিজয় মেলার পতাকা উত্তোলনের পর পরই বিজয় মঞ্চের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ বিজয় শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানে অংশগ্রহণ করে তা সফল করে তোলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

এ উপলক্ষে সোমবার দুপুর ২টায় মুক্তিযুদ্ধ বিজয় মেলা পরিষদ কার্যালয়ে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা রাশেদ মহিউদ্দীনের সভাপতিত্বে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রস্তুতি সভায় পর্যবেক্ষন ও পরামর্শ মূলক বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা পান্টু লাল সাহা, বখতিয়ার উদ্দিন, জাহেদুল ইসলাম, নির্মল চন্দ্র নাথ, মাহবুবুল আলম, সরোয়ার হোসেন, মোহাম্মদ সবুর আওয়ামী লীগ নেতা সাইফুদ্দীন ববি, শাহজাহান চৌধুরী, এস এম সাইদ সুমন আবুল হোসেন আবু, কাজল কুমারসিংহ, বীর মুক্তিযোদ্ধাদের সন্তান স্কোয়ড এর আরাফাতুল মান্নান ঝিনুক, রাকিবুল ইসলাম, জয়নুদ্দীন জয়, মোঃ তানভীর, গোলাম মোস্তাফা সোহাগ মোঃ রায়হান প্রমুখ।

মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় র‌্যালির প্রস্তুতি সভা 
মুক্তিযুদ্ধের বিজয় মেলার বিজয় র‌্যালির প্রস্তুতি সভা  সোমবার বিকালে সার্কিট হাউসে বিজয় র‌্যালির আহবায়ক এড. শেখ ইফতেখার সাইমুল চৌধরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতা বিরোধী অপশক্তির শকুনরা খামচে ধরার অপ চেষ্টায় লিপ্ত। তাদের দাত ভাঙ্গা জবাব দিতে জাতি আজ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ। প্রস্তুতি সভায় তিনি আগত সরকারি সকল দপ্তরের উর্দ্ধতন কর্মকর্তাদে ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রবল ইচ্ছা থাকা শর্তেও উপস্থিত হতে না পারায় দুঃখ প্রকাশ করেন।
সভায় বক্তব্য রাখেন বিজয় মেলা পরিষদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুস, অতিরিক্ত ডি আই জি প্রবীর কুমার রায়, অতিরিক্ত ডি আই জি মো: কামরুজ্জামান, অতিরিক্ত ডি আই জি শাহাজাদা মো. আসাদুজ্জামন, উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন, ব্যটিলিয়ান এডজুডিকেটর এম এ রাকিব, এ এস পি উর্মি দে, এ ডি সি মো. আমিনুল ইসলাম, এ এস পি আক্তারুজ্জামান, সহকারী পরিচালক মো আব্দুল মালেক, সার্কেল এড. মো. আলাউদ্দিন, এ এস পি হাসান ইকবাল চৌধুরী, সিনিয়ার জেল সুপার গিয়াস উদ্দিন, ক্যাপ্টেন আতাউর রহমান, পুলিশ পরিদর্শক শহিদুল আলা, চন্দর ধর, বোরহানুল হাসান চৌধুরী সালেহীন, অধ্যাপক মাহবুবুল আলম, আনসার উল্লাহ সৌরভ, ফারহান উল ইসলাম, শেখ সরফুদ্দিন সৌরভ , নুসরাত জাহান, আঁখি দে , নাছির উদ্দিন রবি প্রমুখ।

-সংবাদ বিজ্ঞপ্তি