Home Second Lead শিপব্রেকিং শিল্পে ৭৫ জনের প্রাণহানি ৫ বছরে

শিপব্রেকিং শিল্পে ৭৫ জনের প্রাণহানি ৫ বছরে

  • এখন পর্যন্ত একটিমাত্র গ্রিন ইয়ার্ড

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: শিপব্রেকিং ইন্ডাস্ট্রিতে ১৫ বছরে দুর্ঘটনায় ২১৬ জন শ্রমিক প্রাণ হারিয়েছে। এদের মধ্যে গত ৫ বছরে প্রাণ হারিয়েছে ৭৫ জন।

বৃহস্পতিবার ( ১০ নভেম্বর ) প্রেসক্লাবে  উন্নয়ন সংগঠন ‘ইপসা’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করা হয়।

ইপসার সমন্বয়কারী মোহাম্মদ আলী শাহীন সংবাদ সম্মেলনে ধারণাপত্র উপস্থাপন করেন। এ সময় অন্যদের মধ্যে জেসমিন সুলতানা পারু, উৎপল বড়ুয়া, মোহাম্মদ আলী শিকদার, ওমর শাহেদ হিরু উপস্থিত ছিলেন।

এতে উল্লেখ করা হয়, শিপব্রেকিং ইয়ার্ডে শ্রমিক মৃত্যু সংখ্যা শূন্যে নিয়ে আসা এবং হংকং কনভেনশনের আলোকে গ্রিন ইয়ার্ড  তৈরির মাধ্যমে আধুনিকায়নে নামছে সীতাকুণ্ডের ইয়ার্ড মালিকরা। তবে, ভারতে গ্রিন ইয়ার্ডের সংখ্যা বাড়লেও বাংলাদেশে এ সংখ্যা মাত্র একটি। আধুনিকায়নে গেলেও অধিকাংশ ইয়ার্ডে পরিবেশ দূষণ এবং শ্রমিক হতাহতের ঘটনা ঘটছে। তাতে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে এ শিল্পের। পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম এবং প্রশিক্ষণের অভাব প্রধান কারণ। চলতি বছরে এ পর্যন্ত ৭ জন শ্রমিকের প্রাণহানি ঘটেছে।

ধারণাপত্রে বেশকিছু সুপারিশ উপস্থাপন করা হয়। এগুলোর মধ্যে রয়েছে: জাহাজের ক্ষতিকারক বর্জে্যর তালিকা তৈরি করা, মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণ , দুর্ঘটনায় নিহত অথবা আহত হয়ে শারীরিক প্রতিবন্ধী হয়ে গেলে, অঙ্গহানি হলে, বিস্ফোরণের আগুনে শরীরের ১০ শতাংশের বেশি পুড়ে গেলে, মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে, অথবা দুইয়ের অধিক সার্জারি প্রয়োজন হলে ঐ  শ্রমিককে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের ব্যবস্থা করা ইত্যাদি।

জাহাজভাঙ্গা  শিল্পে নিহত শ্রমিকদের স্মরণে আজ বৃহস্পতিবার  মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে ইপসা।