বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আগামী ১৩ এপ্রিল বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) এর নির্বাচন। এ তারিখে ভোট হবে কি হবে না তা নিয়ে প্রার্থী এবং ভোটাররা রয়েছেন সংশয়ে। কারণ বাইরের একটি প্রভাবশালী গোষ্ঠি নির্বাচন বানচালে সক্রিয় তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ ওঠেছে।
নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, তাদের যাবতীয় প্রস্তুতি তপশিল অনুসারে চলছে। নির্বাচন নিয়ে বাইরের একটি গোষ্ঠির তৎপরতার বিষয়টি তাদের নজরে এসেছে। তাই যথাসময়ে যাতে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে হয় সে ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়ে চিঠি দেয়া হয়েছে এবং তাদের কাছে থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। সাবেক বাংলাদেশ মাস্টার স্টিভিডোরস এসোসিয়েশন ( বিএমএসএ ) চেয়ারম্যান তারেক কামালকে চেয়ারম্যান এবং হারুনুর রশিদ ভুঁইয়া ও মো. এমরান মিয়া চৌধুরীকে সদস্য করে নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে।
শিপিং সার্কেলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তারা পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখেছেন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে কেউ যদি নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় সেটা কোনোভাবে মেনে নেয়া হবে না। প্রয়োজনে সেটা সেই দলের শীর্ষ পর্যায়ে অবহিত করার সুযোগ তাদের রয়েছে। বছরের পর বছর ধরে চালু ছিল সমঝোতার ভিত্তিতে সিলেকশনে বিএসএএ-র নেতা নির্বাচন। সেখান থেকে সংগঠনটি বের হয়ে এসেছে। আবার সেখানে ফিরে যেতে চায় না কেউ। ২০২১ সালের ৪ এপ্রিল সংগঠনটির ইতিহাসে সবচেয়ে জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপরেও সরাসরি ভোট হয়েছে।
বিগত দু’টি নির্বাচন বিবেচনায় শিপিং সার্কেলে প্রধানত দু’টি গ্রুপ। একটি বর্তমান চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফ-এর নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ । অপরটি চৌধুরী গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শাহেদ সরওয়ার-এর নেতৃত্বাধীন। সম্মিলিত পরিষদ ইতিমধ্যে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। অপরদিকে, শাহেদ সরওয়ার প্রার্থী হলেও কোন প্যানেল নেই। বিগত নির্বাচনে শাহেদ সরওয়ার প্যানেলে ছিলেন এমন কেউ কেউ এবারে প্রার্থী হয়েছেন সম্মিলিত পরিষদ থেকে। সংগঠনের সাবেক চেয়ারম্যান আহসানুল হক চৌধুরীও প্রার্থী এবারের নির্বাচনে। এছাড়া, আরও কয়েকজন বিশিষ্ট শিপিং ব্যক্তিত্ব প্রার্থী হয়েছেন প্যানেলের বাইরে থেকে।
নির্বাচন বোর্ড বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। জেনারেল ক্যাটেগরিতে ১৬ পরিচালক পদের বিপরীতে প্রার্থী ২২ জন্। এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালক পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ১৫।
জেনারেল ক্যাটেগরির প্রার্থীরা হলেন: সৈয়দ মোহাম্মদ আরিফ, দোলন বড়ুয়া এসএম এনামুল হক, এসএম মাহবুবুর রহমান, শাহেদ সরওয়ার, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসেন, মো. এ এইচ এম কামাল, মোহাম্মদ মুনতাসির রুবাইয়াত, মো. হাফিজুর রহমান, মোহাম্মদ সাজ্জাদুর রহমান কপিল উদ্দিন আহমেদ, আনিস উদ দৌলা কাজী মনসুর উদ্দিন, মামুনুর রশিদ, মে মোহাম্মদ আজমির হোসেন চৌধুরী, মোহাম্মদ রাশেদ, মো. আজফার আলী,মো. আলী আকবর, মো. কামরুজ্জামান, সৈয়দ ইকবাল আলী, মোহাম্মদ ওসমান গনি চৌধুরী এবং আহসানুল হক চৌধুরী।
এসোসিয়েট ক্যাটেগরির প্রার্থীরা হলেন:মোহাম্মদ শাহীন, মো. সাইফুল কাদের, মোহাম্মদ রিয়াজ উদ্দিন খান, খায়রুল আলম ( সুজন), ফেরদৌস উদ্দিন আহমেদ, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম, আবু তালেব সিদ্দিক, মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, জুনাইদ আহমেদ রাহাত, ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন চৌধুরী, মো. নজরুল ইসলাম, মোহাম্মদ শফিকুল আলম জুয়েল, শেখ মো. সামিদুল হক এবং ওয়াহিদ আলম।
বর্তমান চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ আরিফের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ।
সম্মিলিত পরিষদে জেনারেল ক্যাটেগরিতে প্রার্থীদের মধ্যে রয়েছেন এ এইচ এম কামাল (১৪০ নম্বর ভোটার। )