ভোটার সংখ্যা গতবারের ৩গুণ
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) নির্বাচনকে সামনে রেখে দু’টি গ্রুপ সক্রিয় হয়ে উঠেছে। জয় নিশ্চিত করতে উভয় গ্রুপ বেপরোয়াভাবে ভোটার নিবন্ধন করেছে।
মঙ্গলবার ছিল নিবন্ধনের শেষদিন। অর্ডিনারি ও এসোসিয়েট গ্রুপে প্রায় ২৯০ জন ভোটার হয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। বিগত নির্বাচনে ভোটার সংখ্যা ছিল এক শ’য়ের কম।
নির্বাচন হবে আগামী ৪ এপ্রিল। সিডিউল ঘোষণার পর থেকে দু’টি গোষ্ঠি তৎপর হয়ে উঠেছে। শিপিং লাইসেন্স প্রচুর হলেও তাদের খুব সংখ্যক ভোটার। কারণ সদস্যদের সরাসরি ভোটে নির্বাচন হতো না, হতো সমঝোতায়।
প্রায় ১৭ বছর পর ২০১৯ সালের ১৬ এপ্রিল সরাসরি ভোটে অর্ডিনারি ক্যাটেগরিতে ১৬ জন এবং এসোসিয়েট ক্যাটেগরিতে ৮ পরিচালক নির্বাচিত হন। দু’বছর মেয়াদের কমিটির মেয়াদ শেষ হবে আগামী ২৮ এপ্রিল।
চৌধুরী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহেদ সরওয়ার-এর নেতৃত্বে একটি গ্রুপ এবং সৈয়দ মোহাম্মদ আরিফ-এর নেতৃত্বে আর একটি গ্রুপ পুরোদমে তৎপর।
অনুসন্ধানে জানা যায়, অনেকটা প্রতিযোগিতা দিয়ে ভোটার করিয়েছে দু’পক্ষ। সমর্থন নিশ্চিত করতে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করে নিজস্ব লোককে ভোটার হিসেবে মনোনয়ন দেয়ার জন্য তদবির হয়েছে। এ ক্ষেত্রে প্রকৃতপক্ষে কোম্পানিতে চাকরি করেন না বা মালিকানা নেই এমন ব্যক্তিকেও ভোটার হিসেবে নিবন্ধন করানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। আবার একাধিক কোম্পানি থেকে একই ব্যক্তি, এজেন্সি লাইসেন্স নবায়ন না হওয়া বহু প্রতিষ্ঠানের প্রতিনিধিও ভোটার হয়েছেন।
আগামী ১০ ফেব্রুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। তখন ঐসব বিষয় নিয়ে আপত্তি উঠতে পারে। তবে, নির্বাচন কমিশন সূত্রে বলা হয়েছে যে সবকিছু মোতাবেক হয়েছে। তারপরও যদি কারও কোন আপত্তি থাকে তাহলে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ইলেকশন আপিল বোর্ডের কাছে অভিযোগ করার সুযোগ রয়েছে।
ভোটার নবায়নের বিভিন্ন চার্জ বাবৎ প্রায় ৪০ লাখ টাকা শিপিং এজেন্টস এসোসিয়েশনের তহবিলে জমা হয়েছে বলে জানা গেছে।