বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: আজ রবিবার ( ৪ এপ্রিল ) বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন ( বিএসএএ ) নির্বাচন। তা নিয়ে শিপিং সার্কেলে নজিরবিহীন উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। কারণ, বিএসএএ’র ইতিহাসে এই প্রথম অধিক সংখ্যক ভোটার। পকেট ভোটের বাইরে রয়েছে বিপুল সংখ্যক সাধারণ ভোটার। তাদের ওপর নির্ভর করছে জয়-পরাজয়।
নির্বাচন বোর্ডসূত্রে জানা গেছে, ভোটের ভ্যানু নির্ধারণ করা হয়েছে হোটেল আগ্রাবাদের ইছামতি হল। সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা চলবে ভোট গ্রহণ। বিরাজমান করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি প্রতিপালন করে ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি নেয়া হয়েছে। অর্ডিনারি ক্যাটেগরিতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ১৬ জন এবং এসোসিয়েট ক্যাটেগরিতে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত ৮ জন পরিচালক নির্বাচিত হবেন। পরবর্তীতে ২৪ পরিচালকের ভোটে চেয়ারম্যান এবং অর্ডিনারির পরিচালকদের ভোটে তাদের একজন সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও এসোসিয়েটের পরিচালকদের ভোটে তাদের একজন ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হবেন।
গতবারে ভোটার সংখ্যা ছিল এক শ’য়ের কম। এবারে মোট ভোটার ২৬৭। এদের মধ্যে অর্ডিনারি ক্যাটেগরিতে ১৪৫ এবং এসোসিয়েটে ১২২।
২৪ পরিচালক পদের বিপরীতে দু’টি প্যানেল থেকে ৪৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। দু’টি প্যানেল প্রার্থীরা নানা অঙ্গিকার নিয়ে ভোটারদের কাছে গেছেন। কোন প্যানেলের প্রতিশ্রুতির ওপর শিপিং সেক্টরের ভোটাররা কতটুকু আস্থা রেখেছেন স্পষ্ট হবে ভোট গণনাশেষে। চট্টগ্রামের সমগ্র শিপিং সেক্টর কর্মকর্তারা সেদিকে তাকিয়ে আছেন। তাদের প্রত্যাশা শক্তিশালী এসোসিয়েশন। যা তাদের সামগ্রিক স্বার্থে কাজ করবে। নির্বাচিত হয়ে কেউ এসোসিয়েশনকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করবেন না, বা এসোসিয়েশনের প্রভাব খাটিয়ে অন্যের ব্যবসা হাতিয়ে নেবেন না।
চৌধুরী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহেদ সরওয়ারের নেতৃত্বাধীন শাহেদ সরওয়ার প্যানেল এবং সৈয়দ মোহাম্মদ আরিফরের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে।
সম্মিলিত পরিষদ প্যানেল থেকে বিএসএএ নির্বাচনে পরিচালক পদে যারা নির্বাচন করছেন তারা হলেন:
অর্ডিনারি ক্যাটেগরি- সৈয়দ মোহাম্মদ আরিফ, সৈয়দ ইকবাল আলী ( শিমুল ), ওসমান গনি চৌধুরী, মো. আজফার আলী, ক্যাপ্টেন সৈয়দ সোহেল হাসনাত, মো. সাজ্জাদুর রহমান, মামুনুর রশিদ, মুনতাসির রুবাইয়াত, আবু খালেদ মোহাম্মদ শাকিল আহসান, মোহাম্মদ আসিফ ইফতেখার হোসেন, মোহাম্মদ জিয়াউল কাদের, এস এম মাহবুবুর রহমান, এস এম এনামুল হক, এটিএম শহিদুল্লাহ ( শহিদ ), তানজিল আহমেদ রুহুল্লাহ এবং শহিদুল মোস্তাফা চৌধুরী ।
এসোসিয়েট ক্যাটেগরি-মোহাম্মদ সফিকুল আলম জুয়েল, মো. রেয়াজ উদ্দিন খান, শামসু্দ্দিন আহমেদ চৌধুরী ( মিনার), খায়রুল আলম (সুজন), প্রবীর সিনহা, ওয়াহিদ আলম, নাজমুল হক এবং নজরুল ইসলাম।
শাহেদ সরওয়ার প্যানেল প্রার্থীরা হলেন:
অর্ডিনারি ক্যাটেগরি–মোহাম্মদ শাহেদ সরওয়ার ( ক্রাউন নেভিগেশন), আজিম রহিম চৌধুরী জিয়া ( কেএমসি শিপিং লাইন), আনিস উদ দৌলা ( কর্ণফুলী লিমিটেড ), এ এস এম সালাহউদ্দিন ( কসকো শিপিং ), কামরু উজ জামান লিটন ( সুলতান শিপিং ), মোহাম্মদ আবদুল্লাহ জহির ( পিআইএল বাংলাদেশ ), মোহাম্মদ সালাহউদ্দিন ( মমতাজ শিপিং ), এনামুল হক ( মাল্টিপোর্ট লিমিটেড), দেবপ্রসাদ ভট্টাচার্য ( বাংলাদেশ শিপিং লাইন্স ), মো. আজমির হোসেন চৌধুরী ( এমএসসি মেডিটেরিয়ান শিপিং), গোলাম ফারুক ( কে লাইন বাংলাদেশ ), এম আলী আশরাফ আহমদ খান ( বারিধি শিপিং ), কপিল উদ্দিন আহমেদ ( জেএস শিপিং ), সরতাজ মো. ইমরান ( সিমনি শিপিং), মো. দিদারুল আলম চৌধুরী ( গ্লোব শিপিং ) এবং মোহাম্মদ শাহীন ( এভারবেস্ট শিপিং )।
এসোসিয়েট ক্যাটেগরি– ক্যাপ্টেন সালাহ উদ্দিন চৌধুরী ( নাফ মেরিন সার্ভিস ), মোস্তাফিজুর রহমান ( মদিনা লজিস্টিক্স এন্ড শিপিং ), মো. জহিরউদ্দিন জুয়েল ( সি গ্লোরি শিপিং ), ক্যাপ্টেন মুনতাসের মোহাম্মদ ইকবাল ( ডেল্টা লয়েড লি.), মোহাম্মদ মোরশেদ হারুন ( এনসিয়েন্ট স্টিমশিপ কোম্পানি ),কাজি মনসুর উদ্দিন ( কেএসএম শিপিং এজেন্সিজ ), ক্যাপ্টেন মোহাম্মদ আবুল খায়ের ( রিলায়েন্স শিপিং ) এবং মোহাম্মদ সাইফুল কাদের ( কলাম্বিয়া এন্টারপ্রাইজ লি.।